- Home
- World News
- Bangladesh News
- ঢাকায় মোদীর গায়ে বিখ্যাত 'মুজিব জ্যাকেট', স্লোগান দিলেন 'জয় বাংলা', দেখুন ছবিতে ছবিতে
ঢাকায় মোদীর গায়ে বিখ্যাত 'মুজিব জ্যাকেট', স্লোগান দিলেন 'জয় বাংলা', দেখুন ছবিতে ছবিতে
- FB
- TW
- Linkdin
লকডাউনের পর থেকে এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। ঢাকা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমানবন্দরেই দুই প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয় বাংলাদেশি সেনা।
বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশের জাতীয় শহিদ স্মারকে গিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
সেখানে একটি চারাগাছও রোপন করেন তিনি।
ভিসিটরস বুক-এ তাঁর অভিজ্ঞতাও লিপিবদ্ধ করেন।
হোটেলে তাঁকে সেখানে স্বাগত জানান অনাবাসী ভারতীয়রা।
এরপর, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিলিত হন তিনি।
সাকিব আল হাসান-সহ বাংলাদেশের যুব সম্প্রদায়ের বিভিন্ন কৃতী ব্যক্তিত্বর সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী মোদী।
তারপর বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমিন-এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এরপর বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকার প্যারেড মাঠে আসেন দুই দেশের প্রধানমন্ত্রী।
ভারত এই বছর গান্ধী শান্তি পুরষ্কার দিয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেই। তাঁর কন্যা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সেই স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী মোদী।
এই অনুষ্ঠানেই তাঁর গায়ে দেখা গিয়েছে ঐতিহ্যবাহী কালো রঙের 'মুজিব জ্যাকেট'।
ভারতীয় খাদি গ্রামোদ্যোগের কাছে আগেই ১০০টি মুজিব জ্যাকেটের অর্ডার দিয়েছিল ঢাকার বাংলাদেশ হাই কমিশন। এদিন তারই একটি দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরণে।
ভারতে যেমন নেহরু জ্যাকেট, বাংলাদেশে তেমনই জায়গা 'মুজিব জ্যাকেট'-এর। এই জ্যাকেটের শৈলি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের একান্ত নিজস্ব বলে মনে করা হয়।
বিশেষভাবে ডিজাইন করা মুজিব জ্যাকেটগুলি তৈরি করা হয়েছে উচ্চমানের গাতে তৈরি পলি খাদি কারড় দিয়ে। কালো রঙের এই মুজিব জ্যাকেটগুলিতে রয়েছে ৬টি করে বোতাম। নীচের দিকে দুই পাশে রয়েছে দুটি পকেট। বুকের কাছে বাম দিকে থাকে আছে আরও একটি পকেট। ঠিক যেরকম জ্যাকেট মুজিব পরতেন।
বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির জয় শ্রীরাম স্লোগানের পাল্টা স্লোগান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 'জয় বাংলা'। এদিন প্রধানমন্ত্রী মোদীও তাঁর ভাষণ শেষ করেন 'জয় বাংলা' স্লোগান দিয়েই। এই স্লোগান আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান।