- Home
- Entertainment
- Bollywood
- স্পোর্টস 'ব্রা' পরেই Work Out, সেক্সি টোনড ফিগারে শরীরী ভাঁজে ঝড় 'সেক্সবম্ব' মালাইকার
স্পোর্টস 'ব্রা' পরেই Work Out, সেক্সি টোনড ফিগারে শরীরী ভাঁজে ঝড় 'সেক্সবম্ব' মালাইকার
- FB
- TW
- Linkdin
সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে।
নেটদুনিয়া ফের উত্তাল হয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরাকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী।
৪৭-এ এসেও শরীরী খেলায় মত্ত মালাইকা। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে চমকে দিয়েছেন নেটিজেনদের।
সম্প্রতি নিজের ইনস্টা প্রোফাইলে যোগাসনের ছবি শেয়ার করে ভক্তদের উৎসাহ দিচ্ছেন অভিনেত্রী।
গোমুখাসনের ছবি পোস্ট করে নিরাপদে থাকার বার্তা দিয়েছেন ফিটনেস ফ্রিক মালাইকা।
স্পোর্টস ব্রা পরে ওয়ার্ক আউট পরে শরীরী ভাঁজে নেটিজেনদের চমকে দিয়েছেন মালাইকা। ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
গোমুখাসনের ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি বরং অনুরাগীদের প্রতিটি ধাপও শেয়ার করেছেন মালাইকা।
জিমে না গিয়ে বাড়িতে বসেই এই যোগা যাতে সকলেই করতে পারে, সেই কারণেই স্টেপ বাই স্টেপ সকলের সঙ্গে শেয়ার করেছেন।
এটি কাঁধের জয়েন্টগুলির গতির পরিধি বাড়িয়ে দেয়। পাশাপাশি মানসিক চাপ, মানসিক উত্তেজনা হ্রাস করার জন্য এটি দারুণ।