- Home
- Sports
- Cricket
- বল হাতে রান দেওয়া একেবারে না পসন্দ এদের, চিনে নিন আইপিএলের সেরা ১০ 'কিপটে' বোলারদের
বল হাতে রান দেওয়া একেবারে না পসন্দ এদের, চিনে নিন আইপিএলের সেরা ১০ 'কিপটে' বোলারদের
- FB
- TW
- Linkdin
১.নাম- রশিদ খান
আইপিএলের বেস্ট ইকোনমি রেট বোলরাদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের রাশিদ খান। এখনও পর্যন্ত ৬৯ টি ম্যাচে ২৭৪ ওভার বল করে ৮৫টি উইকেট নিয়েছেন রাশিদ খান। তার ইকোনমি রেট ৬.২৩।
২.অনিল কুম্বলে-
রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলতেন অনিল কুম্বলে। মোট ৪২টি ম্য়াচ খেলেছেন তিনি। ১৬১ ওভার বল করে নিয়েছেন ৪৫টি উইকেট। জাম্বোর ইকোনমি রেট ৬.৫৭।
৩. গ্লেন ম্যাকগ্রা-
বেশিদিন আইপিএল খেলেননি অস্ট্রেলিয়া তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী বোলার গ্লেন ম্যাকগ্রা। ১৪টি ম্য়াচ খেলে ৫৪ বল করেছেন তিনি। ১২ উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি রেট ৬.৬১।
৪. মুথাইয়া মূরলীধরন
কিংবদন্তী মুথাইয়া মুরলীধরন বেশ কিছু বছর আইপিএল খেলেছেন। ৬৬টি ম্য়াচে ২৫৪ ওভার বল করেছেন তিনি। ৬৩টি উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি রেট ৬.৬৭।
৫. ভ্যান ডার মারউই-
বাঁ-হাতি স্পিনার ভ্যান ডার মারউই তার আইপিএল কেরিয়ারে মাত্র ২১টি ম্যাচ খেললেও নিজের ছাপ ছেড়ে গেছেন। ৭৪ ওভার বলে করে নিয়েছেন মোট ২১টি উইকেট। তার ইকোনমি রেট ৬.৭৪।
৬. জয়ন্ত যাদব-
তরুণ স্পিনার জয়ন্ত যাদব আইপিএলে এখনও মোট ১৭টি ম্য়াচ খেলেছেন। মোট ৫৫ ওভার বল করেছেন এমআই স্পিনার। নিয়েছেন ৭টি উইকেট। জয়ন্ত যাদবের ইকোনমি রেট ৬.৭৪।
৭. সুনীল নারিন-
কেকেআরের তারকা স্পিনার সুনীল নারিন দীর্ঘ বছর ধরে সার্ভিস দিচ্ছেন। আইপিএল কেরিয়ারে ১২৪টি ম্য়াচ খেলে মোট ৪৮০ ওভার বল করেছেন নারিন। ১৩০টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৬.৭৮।
৮. ড্যানিয়েল ভেত্তোরি-
কিউই কিংবদন্তী স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি নিজের আইপিএল কেরিয়ারে মোট ৩৪টি ম্য়াচ খেলেছেন। ১২৯ ওভার বল করে ভেত্তোরি নিয়েছেন মোট ২৮টি উইকেট। কিউই তারকার আইপিএলে ইকোনমি রেট ৬.৭৮।
৯.রবিচন্দ্রন অশ্বিন-
বর্তমানে দিল্লি ক্যাপিটালসে খেলেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের দীর্ঘ আইপিএল কেরিয়ারে ১৫৯টি ম্য়াচ ৫৫৭ ওভার বল করেছেন তিনি। ৬.৯০ ইকোনমি রেটে মোট ১৩৯টি উইকেট নিয়েছেন অশ্বিন।
১০. ডেল স্টেইন-
প্রোটিয়া তারকা পেসার ডেইল স্টেইন আইপিএলকে বিদায় জানানোর আগে আরসিবিতে খেলতেন। আইপিএল কেরিয়ারে ৯৫টি ম্যাচ খেলে ৩৬২ ওভার বল করেছেন তিনি। উইকেট নিয়েছেন ৯৭টি। ইকোনমি রেট ৬.৯১।