করোনা আতঙ্কে জেরবার আইপিএল, তার মাঝেই অনুশীলন শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স
- FB
- TW
- Linkdin
কোয়ারেন্টাই পর্ব ও করোনা টেস্ট পাস করার পর এবার অনুশীলন শুরু করে দিল মুম্বই ইন্ডিয়ান্স দলও। আরবের গরমের কথা মাথায় রেখে সুর্যাস্তের পর অনুশীলন করেন রোহিত, বুমরা, হার্দিকরা।
দীর্ঘদিন পর ব্যাট হাতে নেটে ফিরে খুবই উচ্ছ্বসিত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। নেটে চুটিয়ে ব্যাটও করেন তিনি। নজর রাখেন দলের অনুশীলনেও।
নেটে গা ঘামালেন দলের তারকা পেসার জসপ্রীত বুমরাও। পুরোনো ছন্দেই বল করতে দেখা যায় বুম বুম বুমরাকে। তবে প্রথম দিন বলে খুব একটা জোর দেননি তিনি।
ব্যাটিং বোলিং অনুশীলনের পাশাপাশি ফিল্ডিং করতে দেখা গেল দলের অন্যতম তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। সবকিছুতেই বরাবরের মত নিজের মেজাজেই ছিলেন হার্দিক।
ব্যাটিং বোলিং করার পাশপাশি ফিটনেস ট্রেনিং করলেন হর্দিক পান্ডিয়ার বাই ক্রুনাল পান্ডিয়া। এত গরমে খেলার জন্য শারীরি ফিটনেসও যে একশো শতীংশ দরকারি তা প্রথম থেকেই বুঝতে পারছেন মুম্বইয়ের প্লেয়াররা।
অনুীলনের ফাঁকে সতীর্থদের বোলিং নিয়ে পরামর্শও দিলেন তারকা পেসার জশপ্রীত বুমরা। নিজের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
দলের কোচিং স্টাফেরাও নিজের মধ্যে অনুশীলনের প্রথম দিন আলোচনা সেরে নিলেন। তবে তারা সাবধানতা অবলম্বন করতে মাস্ক পরেই আসেন অনুশীলনে।
অনুশীলনে খোশ মেজাজে আড্ডা দিতে দেখা গেল দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে। মজার ছলে ট্রলিতে শুয়ে কোচিং স্টাফের সঙ্গে ফিস্ট বামও সেরে নিলেন হিটম্যান।