শীতের এই সব্জিতেই মুক্তি পাবেন লিভারের সমস্যা থেকে, মুখের দুর্গন্ধও কমবে নিমেষে
- FB
- TW
- Linkdin
ভেষজ উপাদান হিসেবে ধনেপাতার অনের গুণ রয়েছে। লিভার ও যকৃতকে সুস্থ রাখতে ধনেপাতা অত্যন্ত কার্যকরী। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্যও ধনেপাতা অত্যন্ত কার্যকরী। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে। এবং রক্তে সুগারের মাত্রা কমায়।
নিয়মিত ধনেপাতা খেলে লিভারের একাধিক সমস্যা থেকে শরীরকে সুস্থ রাখা যায়।
ধনেপাতা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
দাঁত ও মাড়ির সুস্থতায় ধনেপাতা অত্যন্ত কার্যকরী। দাঁতের ফাকে যে ব্যাকটেরিয়া জমে তা জমতে দেয় না ধনেপাতা। যার ফলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে।
প্রতিদিন ধনেপাতার সরবত খেলে কিডনি ভাল থাকে। কিডনির মধ্যে জমে থাকা ক্ষতিকর লবন এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসে।
ধনেপাতার মধ্যে সিনিওল এসেনশিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে।ধনেপাতার মধ্যে থাকা আয়রণ রক্তাল্পতা রোধ করতে সাহায্য করে।
পুরোনো কোনও ব্যথা কমাতেও ধনেপাতা কার্যকরী। মাথা ব্যাথা গলে ধনেপাতার রস লাগালে ব্যথা নিমেষে কমে যাবে।
ধনেপাতার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় শরীর থেকে টক্সিন দূর করতে বিশেষ সাহায্য করে।
অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে ধনেপাতায়। প্রতিদিনের খাদ্যতালিকায় ধনেপাতা খেলে চর্মরোগ থেকেও নিস্তার পাওয়া যায়
মুখের দুর্গন্ধও দূর করে ধনেপাতা। এরা পাশাপাশি মুখের অরুচি ভাবও দূর হয়। শুকনো ধনে চিবিয়ে খেলেও একই কাজ হয়।