হজমের সমস্যা থেকে জ্বর, রোগ নিরাময়ে ফুচকার জুরি মেলা ভার
- FB
- TW
- Linkdin
এলাকা অনুযায়ী ফুচকার (Fuchka) নাম আলাদা। কোথাও গুপচুপ, কোথাও গোলগাপ্পা (Golgappa), কোথাও পানিপুরি (Panipuri) আবার কোথাও পানি কে পটাকে। আর এর স্বাদে মজে থাকে আট থেকে আশি, সকলেই।
আগে তেঁতুল জলের ফুচকা বা দই ফুচকাই বেশি পাওয়া যেত। এখন আবার তার সঙ্গে জুড়েছে চিকেন ফুচকা (Chicken Fuchka), চকোলেট ফুচকা, ঘুগনি ফুচকা, পনির ফুচকা বা আইসক্রিম ফুচকা।
দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়। প্রত্যেক জায়গার ফুচকাতে কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। তবে ফুচকা খাবারটি পাওয়া যায় দেশের প্রায় সব জায়গাতেই। আর এর চাহিদাও বেশ ভালো। সব জায়গার মানুষই এটি বেশ পছন্দ করেন।
পাড়ার মোড়ে ফুচকাওয়ালার দোকানে বিকেল (Evening) থেকেই জমে যায় ভিড়। ঝড়, জল, বৃষ্টি (Rain) সব কিছু উপেক্ষা করে ছাতা মাথায় দিয়েই চলে ফুচকা খাওয়ার পালা। অনেকে আবার ফুচকা খাওয়া নিয়ে প্রতিযোগিতাতেও যোগ দেন।
ফুচকার ইংরেজি নাম হল ফ্রায়েড হুইটেন কেক (Fried wheaten cake), ফ্রায়েড পাফ-পেস্ট্রি বলস (Fried puff-pastry balls), ওয়াটারি ব্রেড (Watery bread) বা ক্রিসপ স্ফেয়া ইটেন (Crisp sphere eaten)।
সব থেকে বড় বিষয় হল এতদিন মুখের স্বাদে ফুচকা খেতে এসেছেন। কিন্তু, জানেন কি ফুচকা আপনার শরীরের জন্য কতটা উপকারী? আপনার একাধিক রোগ নিরাময় করার শক্তি রয়েছে এই খাদ্যের মধ্যে।
বিশেষজ্ঞদের মতে, শরীর ভাল রাখতে হলে সপ্তাহে অন্তত ২ দিন ফুচকা খেতেই পারেন। তবে শুকনো ফুচকা নয়। টকজল দিয়েই ফুচকা খান। দেখবেন আপনার শরীর খুব ভালো থাকবে।
হজমের সমস্যা কম বেশি প্রায় সবারই রয়েছে। কোনও কিছু খেলেই ঘনঘন অম্বল হয়ে যায়। আপনার এই সমস্যা দূর করবে ফুচকার টক জল। কারণ এতে তেঁতুল ছাড়াও রয়েছে ধনেপাতা, বিট নুন, ধনেগুঁড়ো, লঙ্কা আর লেবু। এই সব উপকরণগুলি আপনার শরীরের হজমশক্তি বাড়াতে সাহায্য করবে।
ঘন-ঘন সর্দি-কাশি, জ্বরে (Fever) ভুগছেন? তাঁদের জন্যও খুবই উপকারী এই ফুচকা। একেবারে যেন ম্যাজিকের মতো কাজ করবে এটি। ফুচকা খেলে ব্যাক্টিরিয়া জনিত সমস্যার হাত থেকেও রেহাই পাবেন। তবে এই করোনা পরিস্থিতির মধ্যে দোকানের ফুচকা না খেয়ে বাড়িতে তৈরি করা ফুচকা খেতে পারেন। তাহলে শরীরও ভালো থাকবে।
এছাড়া যাঁরা ডায়েটের জন্য খাদ্য তালিকা থেকে ফুচকা বাদ দিয়েছেন তাঁরাও মনের আনন্দে এটি খেতে পারেন। কারণ ফুচকা খেলে কোনওভাবেই ওজন বৃদ্ধি পায় না। বরং ফুচকা আপনার মেদ ঝড়াতে সাহায্য করবে।