Punjab Election 2022: স্বর্ণমন্দিরে রাহুল গান্ধী, দেখুন সেরা ১০টি ছবি
- FB
- TW
- Linkdin
ভোট প্রচারে পঞ্জাবে রাহুল গান্ধী। এদিন দিনভর ঠাসা কর্মসূচি ছিল তাঁর। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল স্বর্ণ মন্দির দর্শন। কংগ্রেসের ভোট প্রার্থীদের সঙ্গে নিয়েই তিনি অমৃত সরের হরমন্দির সাহেব যান। যা স্বর্ণমন্দির নামে পরিচিত।
রাহুল গান্ধীর সঙ্গে স্বর্ণমন্দিরে দিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। সঙ্গে ছিলেন কংগ্রেসের রাজ্যসভাপতি নভজ্যোৎ সিং সিধু। রাজনৈতিক গুঞ্জন দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যেই ক্ষমতার দড়ি টানাটানি চলছে।
রাহুল গান্ধী তাঁর স্বর্ণমন্দির দর্শনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি বলেছেন, দরবার সাহেবে তাঁর মাথানত করতে ভালো লাগে। তিনি নিজের অনুভূতি অনুভব করতে পারেন।
স্বর্ণমন্দিরের পার রাহুল গান্ধী দুর্গিয়ানা মন্দির ও ভগবান বাল্মীকি তীর্থস্থল দর্শন করেন। তারপর তিনি জলন্ধরে একটি ভার্চুয়াল সমাবেশেই অংশ নিয়েছিলেন। যদিও সেই সমাবেশ নিয়েও রয়েছে জটিলতা। কারণ সেখানে পাঁচ কংগ্রেস সাংসদের অনুপস্থিতি নতুন করে সমস্যা তৈরি করেছে।
স্বর্ণ মন্দিরেই একটি লঙ্গরে অংশ নিয়েছিলেন তিনি। প্রথামেনে মাটিতে বলেই আরও পাঁচজন সাধারণ মানুষের মতই ডাল-রুটি, সবজি-ভাত খান তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন লঙ্গরের প্রাসাদ তিনি খেয়েছেন।
ভোটের আগে পঞ্জাবের স্বর্ণ মন্দির পরিদর্শনে তিনি সমস্ত প্রথা ও রীতিনীতি মেনে চলেছে। কোভিড বিধি মেনে তাঁকে যেমন মাস্ক পরা অবস্থায় দেখা গিয়েছিল, তেমনই গুরুদ্বারের নিয়ম অনুযায়ী তাঁর মাথা ছিল ঢাকা। প্রার্থাও করেন তিনি।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ও পঞ্জাবের কংগ্রেস সভাপতি- দুজনেকে পাশে বসিয়েই লঙ্গরের খাবার খেলেন রাহুল গান্ধী। খাবারের থালা হাতে দুই কংগ্রেস নেতার সঙ্গে কথা একাধিক বিষয় নিয়ে আলোচনাও করেছেন তিনি।
স্বর্ণ মন্দিরে রাহুল গান্ধীকে প্রার্থনা করতে দেখা গেছে। তিনি বলেছেন পঞ্জাব ও স্থানীয় বাসিন্দাদের উন্নয়নের জন্য তিনি প্রার্থনা করছেন।
ভোটের আগে রাহুলের পঞ্জাব সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। এমনিতেই গোষ্ঠী কোন্দরে জেরবার পঞ্জাব কংগ্রেস। যা রাহুলের উপস্থিতিতে কিছুটা কম হতে পারে বলেও আশা শীর্ষ নেতৃত্বের। তবে তা কতটা কমবে না নিয়ে রয়েছে প্রশ্ন।
প়াঞ্জাবে এফেক্ট
রাহুলের এই সফরকে রাজনৈতিক বিশেষজ্ঞরা শক্তি ও ঐক্যের প্রদর্শন হিসেবেই দেখছেন। রাহুল গান্ধীর সফরের দায়িত্বে থাকা গুরজিত সিং আউজলা বলেছেন রাহুল গান্ধী চেয়েছিলেন স্বর্ণ মন্দির থেকে প্রচার শুরু করেতে। কংগ্রেসকে একটি ধর্মনিরপেক্ষ দল হিসেবে তুলে ধরতে চেয়েছেন তিনি।