- Home
- West Bengal
- Kolkata
- শুধু কলকাতাতেই মোট ১৫০০ করোনা আক্রান্তের মৃত্যু, রাজ্যে একদিনে মৃত ৫৯, দেখুন ছবি
শুধু কলকাতাতেই মোট ১৫০০ করোনা আক্রান্তের মৃত্যু, রাজ্যে একদিনে মৃত ৫৯, দেখুন ছবি
করোনা সংক্রমণের জেরে উদ্বেগ বাড়ছে কলকাতা তথা রাজ্যে। প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনার সংখ্যা। বিশেষ করে কোভিড টেস্টের সংখ্য়া বৃদ্ধির পরেই করোনা পজিটিভের খোঁজ মিলছে। তবু যেখানে বাধ্যতামূলক কোভিড টেস্ট হচ্ছে সেখানে উপসর্গহীন করোনা রোগীরাও ধরা পড়ছে। কিন্তু টেস্ট না করানো হলে আক্রান্তরা নিজেও জানতে পারছেন না যে তিনি করোনা আক্রান্ত। আর অজান্তেই ছড়াচ্ছেন করোনা সংক্রমণ। ইতিমধ্যেই করোনা সংক্রমণে ২ লাখের সীমা পার করেছে রাজ্য। এবার শুধু কলকাতাতেই মোট ১৫০০ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণের জেরে উদ্বেগ বাড়ছে কলকাতা তথা রাজ্যে। প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনার সংখ্যা। বিশেষ করে কোভিড টেস্টের সংখ্য়া বৃদ্ধির পরেই করোনা পজিটিভের খোঁজ মিলছে।
তবু যেখানে বাধ্যতামূলক কোভিড টেস্ট হচ্ছে সেখানে উপসর্গহীন করোনা রোগীরাও ধরা পড়ছে। কিন্তু টেস্ট না করানো হলে আক্রান্তরা নিজেও জানতে পারছেন না যে তিনি করোনা আক্রান্ত। আর অজান্তেই ছড়াচ্ছেন করোনা সংক্রমণ।
ইতিমধ্যেই করোনা সংক্রমণে ২ লাখের সীমা পার করেছে রাজ্য। রাজ্যের মৃতের তালিকায় শীর্ষে কলকাতা। এবার শুধু কলকাতাতেই মোট ১৫০০ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
মঙ্গলবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছে ৪৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৪৭ হাজার ৬২৮ জন।
শুধু কলকাতাতেই অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩০৯ জন। তবে সোমবারের তুলনায় ৯৩ জন বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে মঙ্গলবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে ৫৯ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। রাজ্যে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৬২ জন।
তবে সুখবরও আছে, স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য অনুযায়ী, কলকাতায় একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৮৩ জন। এই পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ৪১ হাজার ৮১৯ জন।