ফের মৃত্যু বাড়ল রাজ্য়ে, শীতের মুখে কপালে চিন্তার ভাজ চিকিৎসকদের
| Published : Nov 30 2020, 08:43 AM IST / Updated: Nov 30 2020, 09:53 AM IST
ফের মৃত্যু বাড়ল রাজ্য়ে, শীতের মুখে কপালে চিন্তার ভাজ চিকিৎসকদের
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৫৪ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১৩ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১৩ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৮,৩৭৬ জন।
25
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৯০ জন থেকে কমে ৮২৬ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১০৫,৯৯৭জন।
35
উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৮১৪ জন। তবে দৈনিক সংক্রমণ কমলেও সেই বরবরের মত সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৩৪৫৯ জন থেকে বেড়ে ৩৩৬৭ জন।
45
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া২৪ হাজার ৫৩৭ জন থেকে কমে ২৪ হাজার ৪০৫ জন ।
55
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪৪৫ জন। তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪৪,৫৮৭ জন থেকে ৪৪৮,০৩২ জন। সুস্থতার হার অক্টোবারের শুরুতে ছিল ৮৭. ৪৫ শতাংশ, নভেম্বরের শেষ দিনে তা বেড়ে ৯৩.১৮ শতাংশে।