- Home
- Lifestyle
- Lifestyle Tips
- টমবয় সাজ ছেড়ে শাড়িতে চমক দিন সকলকে, রইল বাংলা নববর্ষের বিউটি মেকওভার টিপস
টমবয় সাজ ছেড়ে শাড়িতে চমক দিন সকলকে, রইল বাংলা নববর্ষের বিউটি মেকওভার টিপস
- FB
- TW
- Linkdin
সবার আগে এক্সপেরিমেন্ট করুন নিজের হেয়ার কাট নিয়ে। লুক পরিবর্তন করতে চুলের স্টাইল বদল করুন। আপনার যদি বড় চুল হয়, তাহলে সামনে লেয়ার করে নিন। আর পিছনে করুন স্টেপ। লুক বদল করতে চাইলে চুলের সামনের অংশের স্টাইল আগে বদল করতে হবে। চাইলে চুল কেটে বব কাট করে নিন। আজকাল ববকাট হেয়ার স্টাইলের সঙ্গে শাড়ি লুকও বেশ মানায়।
শখ করে হয়তো চুল স্ট্রেট করেছেন। এই লুক করলে তা সহজে পরিবর্তন হয় না। মাস ছয় হয়তো স্ট্রেট চুল আপনার ভালো লাগছিল। এখন এক ঘেঁয়ে লাগতেই পারে। এমন হলে চুল স্ট্রেট তো কী আছে, চুল কেটে স্টাইল করতেই পারেন। তা না হলে, অনুষ্ঠানে যাওয়ার আগে চুল বেঁধে নিন। এতে সাজ পরিবর্তন দেখাবে।
হেয়ার কালার করলে লুক পরিবর্তন হতে বাধ্য। আজকাল এক রাশ ঘন চুলের সাজ অনেকেরই পছন্দ নয়। চুলে এবার পছন্দসই কোনও কালার করে নিন। নববর্ষের আগে বদল করুন, চুলের রঙ। এথনিক লুকে সাজতে চাইলেও চুলের রঙ বদল করতে পারেন। শাড়ির সঙ্গেও এমন সাজ মানাবে। তাই দেরি না করে, ঝটপট হেয়ার কালার পছন্দ করে নিন।
লুক বদল করতে হেয়ার পাটিং বদল করতে পারেন। আপনার চুলের পাটিং যদি এক ধারে থাকে তাহলে তা মাঝে করি নিন। অথবা মাঝে থাকলে করুন এক ধারে। চাইলে জিক-জ্যাক স্টাইল করতে পারেন। এমনকী, সামনেটা পাফিং করে নিন। চুল যারা পনিটেল করেন, তাদের জন্য এমন স্টাইল মানাবে।
হাতে সময় কম থাকলে ক্লিপের সাহায্য নিন। নববর্ষে কোনও নিমন্ত্রণে যাওযার হয়তো পরিকল্পনা আছে। কী শাড়ি পরবনে তা ঠিক করে ফেলেছেন। কিন্তু, এখনও ঠিক করতে পারেননি কী চুলের সাজ কী করবেন। খোঁপা করায় তেমন পারদর্শ না হলে ক্লিপ দিয়ে স্টাইল করুন। বাজারে নানা রকম ক্লিপ পাওয়া যায়। পছন্দসই কিনে, স্টাইল করে নিন।
লুক বদলে ঠোঁটের সাজে বিশেষ গুরুত্ব দিন। হয়তো সারা বছর একই লাল অথিব গোলাপি লিপস্টিক লাগিয়ে থাকেন। এবার নববর্ষে নতুন কিছু ট্রাই করুন। আজকাল বিভিন্ন রঙের লিপস্টির পাওয়া যায়। ক্যারি করতে পারেন, এমন একটা কিনে ফেলুন। ট্রাডিশনার লুক মানে শুধু লাল রঙের লিপস্টিক, এই ধারণা বদল করুন এই নববর্ষে।
চোখের সাজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। নববর্ষে কাজল কালো চোখে নজর কাড়ুন সকলের। গাঢ় করে কাজল পরতে পারেন। অথবা কাজল দিয়ে স্মোকি লুক করতে পারেন। এই গরমে চোখের রঙের ব্যবহার না করাই ভালো। গাঢ় করে কাজল আর লাল টিপে বদল করুন আপনার সাজ।
লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে গেলে পোশাক বদল করা সবার আগে দরকার। সারা বছর হয়তো কুর্তি কিংবা জিন্স পরে কাটান। এবার নববর্ষের দিনে শাড়িতে নজর কাড়ুন সকলের। ঢাকাই কিংবা হ্যান্ডলুম শাড়ি পরতে পারেন। তবে, সবার আগে সঠিক ব্লাউজ বেছে নিন। এখন বিভিন্ন ডিজাইনের রেডিমেড ব্লাউজ পাওয়া যায়। পছন্দসই কিনে ফেলুন।
পোশাকের সঙ্গে সঠিক গয়না বেছে নিন। সিলভার কিংবা অক্সিডাইজের গয়নায় নজর কাড়ুন সকলের। সিলভার ঝুমকা, কিংবা গলার হার পরতে পারেন। চাইলে চোকারও পরতে পারেন। এখন সিলভার চোকারের স্টাইল বেশ বেড়েছে। তাই দেরি না করে ঝটপট কিনে ফেলুন।
নববর্ষে লুক বদলে অ্যাকসেসরিজের দিকে নজর দিন। পোশাকের সঙ্গে সঠিক ব্যাগ যেমন নেবেন, তেমন জুতোও পরুন স্টাইলিশ। পুরো সাজ পারফেক্ট করতে নজরে থাকুক সব কিছু। নিত্য দিনের স্টাইলের বাইরে একেবারে অন্য সাজে নজর কাড়ুন সকলের। মেনে চলুন এই সব কয়টি টোটকা।
নববর্ষে লুক বদলে অ্যাকসেসরিজের দিকে নজর দিন। পোশাকের সঙ্গে সঠিক ব্যাগ যেমন নেবেন, তেমন জুতোও পরুন স্টাইলিশ। পুরো সাজ পারফেক্ট করতে নজরে থাকুক সব কিছু। নিত্য দিনের স্টাইলের বাইরে একেবারে অন্য সাজে নজর কাড়ুন সকলের। মেনে চলুন এই সব কয়টি টোটকা।