- Home
- Lifestyle
- Lifestyle Tips
- স্বাধীনতা দিবসে মহাপুরুষদের এই ১০ টি বাণী, যা আজকের দিনে প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন
স্বাধীনতা দিবসে মহাপুরুষদের এই ১০ টি বাণী, যা আজকের দিনে প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন
- FB
- TW
- Linkdin
ভেদাভেদ ভুলে আজকের দিনে এক নতুন ভারত গড়ে তোলার শপথ নিই। যে ভারতে ঘৃণার কোনও জায়গা থাকবে না, ভালবাসাই হবে মানুষের একমাত্র ধর্ম। স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।
স্বাধীনতা টাকা দিয়ে কেনা যায় না। দেশ তখনই স্বাধীন হয়, যখন লক্ষ-লক্ষ মানুষ নিজেদের প্রাণ বলিদান দেন। আজকের এই দিনে সেই সব সাহসী যোদ্ধাদের স্মরণ করুন এবং দেশবাসীকে ৭৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
''স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয় কিন্তু একে ছাড়া বেঁচে থাকাও কঠিন। তাই যে কোনও মূল্যে স্বাধীনতা অর্জন করাই আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত'' - মহাত্মা গান্ধী
আমাদের স্বাধীনতার স্বাদ দিতে, হাজার-হাজার মানুষ তাঁদের জীবনের তোয়াক্কা করেননি। সেই অবদান কখনও ভোলার নয়। সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন
প্রতিটি দেশের কিছু না কিছু খামতি রয়েছে। সেই সব খামতি নিয়ে চর্চা না করে, তা দূর করা যায় কীভাবে, সেই নিয়ে ভাবা উচিত। একজন ভারতীয় হিসেবে প্রতিদিন গর্ববোধ করা উচিত যে এমন এক সুন্দর দেশের নাগরিক আমরা। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
৭৫ তম স্বাধীনতা দিবসের দিন ভগবানের কাছে এই প্রার্থনাই করি যে আজ থেকে প্রতিটি ভারতীয় যেন ভরা পেটে এবং খুশি মনে ঘুমতে যেতে পারেন। কোনও ক্ষুধার্ত মানুষকে যেন আর আত্মহত্যা করতে না হয়
আমাদের ভাষা, আমাদের ধর্ম, আমাদের খাদ্য এমনকী বেশ ভিন্ন, তবুও আমরা ঐক্যবদ্ধ। তাই ভারতবাসী হিসেবে আজ আমাদের গর্বের দিন।
স্বাধীন ভারতের নাগরিক হতে পেরে আমরা গর্বিত। তাই ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আমাদের সকলের প্রচেষ্টায় দেশের মান-সম্মান যেন আরও বাড়ে। কোনও সময় যেন ক্ষুন্ন না হয় আমাদের পতাকার অভিমান।
আমরা ধর্মের ভেদাভেদে দেশ ভাগ হতে দেখেছি। তাই আর ধর্মের নামে লড়াই নয়, বরং এবার দেশের ঐক্যতা রক্ষার স্বার্থে হাতে হাত মেলাই।