এবছর রাখি উৎসব পালন করুন একেবারে অন্য ভাবে, রইল ১০টি বিশেষ আইডিয়া
- FB
- TW
- Linkdin
সবার আগে পাঠান শুভেচ্ছা বার্তা। সবার প্রথমে ভাইকে রাখীর শুভেচ্ছা জানান মেসেজে। রাতে ১২টা বাজলেই মেসেজ পাঠান। কিংবা ভাই বাড়িতে থাকলে তাকে শুভেচ্ছা জানাতে পারেন। কিংবা দিনের শুরুতে জানাতে পারেন শুভেচ্ছা। সুন্দর করে একটি মেসেজ লিখুন। তাতে যেন প্রকাশ পায় ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা।
আজকাল সব অনুষ্ঠানেক কেক কাটার চল দেখা যাচ্ছে। রাখী উৎসবই বা বাদ যাবে কেন। মাঝরাতে কেক কাটতে পারেন। রাতের বেলায় ভাইয়ের জন্য কেক নিয়ে আসুন। তাকে কেক উপহার দিয়ে সারপ্রাইজ দিন। সঙ্গে চকোলেট দিতে ভুলবেন না যেন। রাখী উৎসবে ভাই বোনের সম্পর্ক হয়ে উঠুক আরও মজবুত।
দিনটি স্পেশ্যাল করে তুলতে দিতে পারেন Customised গিফট। একেবারে অন্য রকম হবে দিনটি। দুজনের ছবি বাঁধিয়ে উপহার দিন। কিংবা দিতে পারেন কাস্টমাইজড কাপ। এমন উপহার মন কাড়বে আপনার ভাইয়ের। তাই সময় থাকতে থাকতে প্ল্যানিং করে নিন। একে বারে অন্য রকম পরিকল্পনা করে নিন এই দিনটির জন্য। এমন উপহার দিন, যাতে মনে থাকে সেই উপহার।
হতেই পারে আপনি কাজের সূত্রে পরিবারের থেকে দূরে থাকেন। তাই বলে এই বিশেষ দিনটি উপভোগ করবেন না এমন নয়। এই দিন শুরু করুন ভিডিও কল দিয়। দিনের শুরুতে ভিডিও কল করে ভাইকে শুভেচ্ছা জানান। দিনটি পালন করুন বিশেষ ভাবে। দিনটি শুরু করুন বিশেষ ভাবে।
একেবারে অন্য রকম কিছ দিতে চাইলে ডিজিটাল গিফট উপহার দিয়ে ভাইকে চমক দিন। ভাইয়ের কী প্রয়োজন তা ঠিক করতে না পারলে ডিজিটাল গিফট দিতে পারেন। বর্তমানে এই ধরনের গিফটের চল বেড়েছে। এতে সে তার পছন্দের জিনিস কিনে নিতে পারবে। সকাল সকাল পাঠিয়ে দিন এমন ডিজিটাল গিফট।
গত দু বছর ধরে করোনার জালায় নাজেহাল অবস্থা সকলের। এখন করোনার প্রকোপ কমলেও পুরোপুরি কমেনি করোনা। এই সময় বাইরে কোথাও যায়ও সমস্যার মনে হলে ঘরে বসে অনলাইন আড্ডা সেড়ে ফেলুন। যে সকল ভাই বোনরা অন্য শহরে থাকেন তাদের জন্য এটা বেস্ট অপশন। আজ অনলাইন আড্ডার প্ল্যান করতে পারেন।
হতেই পারে ভাই অন্য শহরে থাকে। তাতে কি। দিনটি পালন করতে ভাইরের পছন্দের খাবার অনলাইনে অর্ডার করে দিন। এখন আলাদা শহরে থাকলেও এই সুবিধা রয়েছে। তাই দেরি না করে এই পরিকল্পনা ছকে ফেলতে পারেন। এতে একেবারে অন্য রকম হবে দিনটি। দূরে থাকলেও আপনার উপস্থিতি অনুভব করবে।
ভাইয়ের পছন্দের খাবার বানাতে পারেন। কাল নিজের হাতে রান্না করে খাওয়ান ভাইকে। এতে সে সব থেকে বেশি খুশি হবে। পছন্দের সকল পদ রেঁধে ফেলুন। সুন্দর করে সাজিয়ে পরিবেশ করুন ভাইকে একেবারে অন্য রকম হবে দিনটি।
উপহারে দিনটি হোক স্মরণীয়। ইউনিক কিছু দিতে চাইলে প্ল্যান্ট বা গাছ উপহার দিন। ঘর সজ্জায় অনেকেই গাছ ব্যবহার করে থাকেন। এমনকী ধরনের গাছ ঘরে ইতিবাচক এনার্জি তৈরি করে। এবার রাখি উৎসবে উপহার দিন এমন গাছ। ছোট মাপের ও সুন্দর দেখতে হয় এগুলো। তাই দেরি না করে পছন্দসই একটি কিনে ফেলুন।
কিংবা অন্যরকম করতে চাইলে উপহার দিতে পারেন পোষ্য। ভাই কিংবা বোন উভয়কে এই উপহার দেওয়া যায়। একে বারে অন্যরকম উপহার হবে এটি। যদি সে পোষ্য পছন্দ করে তাহলে দেরি না করে কিনে ফেলুন। আপনার এই উপহার স্মরণীয় করবে রাখি উৎসবকে। তা না হলে দিতে পারেন সফট টয়। বোনের বয়স যদি কম হয় তাহলে এমন উপহার তার পছন্দ হবে। দেরি না করে কিনে ফেলুন।