- Home
- Lifestyle
- Lifestyle Tips
- মদ বিক্রি থেকে গাড়ি চলাচল, একাধিক বিষয়ে ছাড় লকডাউন ৩-এ, একনজরে দেখে নিন
মদ বিক্রি থেকে গাড়ি চলাচল, একাধিক বিষয়ে ছাড় লকডাউন ৩-এ, একনজরে দেখে নিন
- FB
- TW
- Linkdin
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে রেড জোন, গ্রিন জোন বা অরেঞ্জ জোন বলতে ঠিক কী বোঝানো হচ্ছে।
কোন জোনে কোন কাজগুলো করা যাবে এবং কী করা যাবে না এখনে পরিষ্কার করে তা উল্লেখ করে দেওয়া হয়েছে।
বহু বিষয় নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে, বিশেষ করে অনেকে লকডাউন ৩-এ সব খুলে দেওয়ার কথা বলেছেন, কিন্তু, সব খুলে দেওয়ার কথা বলতে ঠিক কী বোঝানো হচ্ছে তা হয়তো এই গ্রাফিক্স এবং আগের গ্রাফিক্স প্লেটে উল্লেখিত বিষয়গুলি একটা সম্যক ধারনা তৈরি করবে।
রেড জোনে কী কী বষয়ে নিষেধাজ্ঞা রয়েছে তা এখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে।
রেড জোনের আওতায় রয়েছে, কিন্তু কটেইনমেন্ট জোনের মধ্যে পড়ছে না, তাহলে কী কী সুবিধা মিলবে, তাও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
রেড জোনের আওতায় কিন্তু কটেইনমেন্ট জোনের বাইরে, তাহলে কী কী সুবিধা মিলবে, দেখে নিন।
গ্রিন জোনের কী কী সুবিধা মিলছে, দেখে নিন।
অরেজ্ঞ জোনে কী কী সুবিধা মিলবে, দেখে নিন এক নজরে।
৪ মে থেকে খোলা থাকবে মদের দোকান, কী কী শর্তে পাবেন পানীয়, দেখে নিন এখনজরে।