ভার্চুয়াল X-Mas সেলিব্রেশন, এই ৬টি 'Unique Idea'য় জমে যেতে পারে বড়দিনের আসর
First Published Dec 22, 2020, 2:41 PM IST
করোনা আবহে ফিকে হয়েছে উৎসবের রং। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্রিসমাসের কাউন্টডাউন। আর মাত্র ২ দিন, তারপর থেকে নতুন বছর সেলিব্রেট করার আনন্দে মেতে উঠবে গোটা দেশ। যদিও বড়দিনের দিন থেকেই শুরু হয় সেলিব্রেশন। এবছরের ক্রিসমাস যেন অনেকটাই আলাদা। বাইরে নয় বরং বাড়িতে থেকেই ভার্চুয়াল সেলিব্রেশনে মেতে উঠবেন খুদে থেকে বড় সকলেই। পছন্দের ডেস্টিনেশনে না গিয়েও বাড়িতে কীভাবে বড়দিনের আনন্দে মেতে উঠবেন, রইল অভিনব কিছু আইডিয়া।

ভার্চুয়াল ক্রিসমাস পার্টি
ক্রিসমাস পার্টিতে যাদের সঙ্গে কাটানোর প্ল্যান ছিল কিন্তু কোভিডের জন্য ভেস্তে গিয়েছে সেই প্ল্যান তারা সকলে মিলে অনায়াসেই অনলাইনে ভিডিও কলে আড্ডা মারতে পারেন। যে যার পছন্দের স্ন্যাকস, সঙ্গে আড্ডা, গানের লড়াই , অনলাইন গেম এইসব দিয়ে বড়দিনের আড্ডা জমাতে পারেন অনায়াসেই।

ক্রিসমাস স্পেশ্যাল সিনেমা
ঠান্ডা পরে গিয়েছে শহর কলকাতায়। আর বড়দিনেও যে জমিয়ে ঠাণ্ডা পরবে তা নিশ্চিত। আর এই শীতের ঠান্ডায় ক্রিসমাসকে উপভোগ করতে পপকর্নের বাটি মাস্ট। কম্বলের তলায় ঢুকে একের পর এক সিনেমা দেখে সময় কাটাতে পারেন অনায়াসে। ক্রিসমাস স্পেশাল সিনেমা সঙ্গে কেক- পপকর্ণ, কফি-পকোড়া দিয়ে সন্ধ্যেটা জমিয়ে এনজয় করতে পারেন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন