- Home
- Lifestyle
- Lifestyle Tips
- চুল ও ত্বকের সমস্যা সমাধানে ব্যবহার করুন আমলকি, রইল আমলকি দিয়ে তৈরি ১০টি প্যাকের হদিশ
চুল ও ত্বকের সমস্যা সমাধানে ব্যবহার করুন আমলকি, রইল আমলকি দিয়ে তৈরি ১০টি প্যাকের হদিশ
- FB
- TW
- Linkdin
আমলকি সেদ্ধ করে নিন। এবার তা চটকে নিন। এতে মেশান আমলকি সেদ্ধ করা জল। পেস্ট বানান। এটা স্ক্যাল্পে লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। আমলকিতে থাকা ভিটামিন সি চুল পড়ার সমস্যা দূর করবে।
আমলকি সেদ্ধ করে নিন। এবার তা চটকে নিন। এতে মেশান লেবুর রস। শীতে খুশকির সমস্যায় যারা ভুগছেন, াতার এই প্যাক ব্যবহার করতে পারেন। আমলকি আর লেবুর রসে দিয়ে তৈরি প্যাক ব্যবহারে খুশকি দূর হবে।
একটি পাত্রে আমলকি জুস নিয়ে তাতে নারকেল তেল মেশান। ভালো করে মিশিয়ে নিন। এটা চুলের স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। ১৫ মিনিয় রেখে শ্যাম্পু করে নিন। চুল নরম হবে এই প্যাকের গুণে। শীতের জন্য বেশ উপকারী আমলকি ও নারকেল তেল দিয়ে তৈরি প্যাক।
চুল কালো করতে মেহেন্দি পাউডার ও আমলকির রস মিশিয়ে লাগান। মেহেন্দি পাউডারের সঙ্গে আমলকির রস ভালো করে মেশান। এটা তুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে নিন। চুল কালো হবে এই প্যাকের গুণে।
যারা অধিক চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা আমলকি ও মেথির প্যাক লাগাতে পারেন। মেথি আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। সকালে বেটে পেস্ট করে নিন। এর সঙ্গে মেশান আমলকির রস। ভালো করে পেস্ট বানান। এটি স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ১দিন ব্যবহার করলেই চুল পড়ার সমস্যা দূর হবে।
আমলকি ও পেঁপে দিয়ে ফেসপ্যাক বানান। পেঁপে চটকে নিন। এর সঙ্গে মেশান আমলকির রস। ভালো করে পেস্ট করুন। মুখে লাগান এই প্যাক। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। নিমেষে পাবেন উজ্জ্বল ত্বক। এই প্যাক ব্যবহারে বলিরেখা দূর হয়।
একটি পাত্রে আমলকির রস, দই ও মধু নিন। ভালো করে মেশান। আমলকি, দই ও মধু দিয়ে ফেসপ্যাক বানান। এবার মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাক ব্যবহারে পাবেন উজ্জ্বল ত্বক।
প্রথমে অ্যাভোকাডো পেস্ট করে নিন। এবার তার সঙ্গে মেশান আমলকির রস। মিশ্রণটি মুখে, গলা ও হাতে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন এই প্যাক। এতে ত্বক মসৃণ হবে, যে কোনও সংক্রমণ থেকে মুক্তি পাবেন।
একটি পাত্রে আমলকি জুস আর সম পরিমাণ মধু মেশান। ভালো করে মিক্স করুন। এটা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক শীতের জন্য বেশ উপকারী। এতে রোমকূপে জমে থাকা নোরা দূর হবে। সঙ্গে মধুর গুণে ত্বক নরম হবে।
রোমকূপে জমে থাকা ময়লা দূর করতে, ব্ল্যাক হেডস দূর করতে কিংবা ত্বক উজ্জ্বল করতে বেসন ও আমলকির প্যাক লাগান। বেসনের সঙ্গে আমলকির রস ও সামান্য জল মিশিয়ে প্যাক তৈরি করুন। এটা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মুহূর্তে তফাত বুঝতে পারবেন।