- Home
- West Bengal
- West Bengal News
- মেদিনীপুরে গিয়েই ঐক্যের বার্তা, বাইকে চড়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী জুন মালিয়ার
মেদিনীপুরে গিয়েই ঐক্যের বার্তা, বাইকে চড়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী জুন মালিয়ার
- FB
- TW
- Linkdin
মেদিনীপুরের প্রায়ত তৃণমূল কংগ্রেস বিধায়ক মৃগেন মাইতির বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। মোটরবাইকে চড়ে ঘুরলেন মেদিনীপুর শহরে ,পাড়ায় ঘুরে কিছুটা প্রচার সেরে কর্মীদের সাথে পরিচয় পর্ব সারলেন ৷ সকলের কাছে অনুরোধ করলেন একতার ৷
মেদিনীপুর বিধানসভার দুবারের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি ৷ প্রয়াত হয়েছেন কয়েকমাস আগেই ৷এবার সেই স্থানে প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া ৷ রবিবার বেলা বারোটা নাগাদ তিনি প্রথম হাজির হন প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির বাড়িতে ৷ পরিবারের সাথে কথা বলে , মৃগেন বাবুর ছবিতে মালা দিয়ে প্রণাম করে বের হন প্রচারে ৷
পাশেই পাড়াতে কিছুটা মানুষের সাথে কথা বলে পরে সেখান থেকে কর্মীদের মোটর বাইকে চেপে হঠাত্ বেরিয়ে পড়েন কর্মী বৈঠকের উদ্দেশ্যে ৷ শহরের রিংরোড ঘুরে হাজির হন পাটনাবাজার এলাকাতে ৷ সেখানে কর্মী বৈঠকে প্রবেশ করার আগে কিছুটা হেঁটে জনসংযোগ সারেন ৷ এরপরে কর্মী বৈঠকে উপস্থিত হন ৷ তবে তাঁকে ঘিরে কৌতুহলীদের ভীড় সামাল দিতে অনেকটা চাপে পড়তে হয়েছে তৃণমূল নেতাদের ৷ সেলিব্রিটির সাথে সেলফী তোলার আগ্রহ মেটান তিনি।
এই বিধানসভাতে স্থানীয় একদল তৃণমূল কর্মীর টিকিট নিয়ে প্রত্যাশা ছিল ৷ ফলে টিকিট না পেয়ে ক্ষোভ রয়েছে একদল কর্মীর মধ্যে ৷ তাই কর্মী বৈঠকে হাজির হয়ে প্রথমে সকলকে একতার বার্তা দেন জুন মালিয়া ৷ তিনি বলেন- সকলেরই পরিবার রয়েছে ৷ সেই পরিবারে সকলেরই ঝগড়া, রাগারাগি. হয় ৷ এখানে দিদি-র পরিবার সারা বাংলা জুড়ে ৷ দশ কোটি মানুষের পরিবারেও রাগ, অভিমান ভালোবাসাও রয়েছে ৷ কিন্তু আমরা তা পরিবারের মতোই মিটিয়ে নেবো ৷
মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন তার চেষ্টা সকলে মিলে করা হবে বলেও জনিয়েছেন তিনি৷ এখানে আমাদের ব্যাক্তিগত রাগ, অভিমানের কোনো স্থান নেই ৷ আমরা যারা সিনেমা জগত থেকে এসেছি, তারা কেউই পালিয়ে যাওয়ার লোক নই ৷ দিদি আমাদের পাশই থাকছেন , নন্দীগ্রামে ৷ মেদিনীপুরের লোকেদের কাছে বড়ো প্রাপ্তি এটা ৷ তাই সবাইকে একসাথে একত্রিত হয়ে খেলাটা করতে হবে ৷
দীর্ঘ দিন ধরেই তৃণমূল কংগ্রেসের সভাসমিতিতে দেখা যেত অভিনেত্রী জুন মালিয়া। কিন্তু এই প্রথম ভোট প্রার্থী হলেন তিনি। আর প্রার্থী হয়েই জুন মালিয়া জানিয়েছিলেন জয়ের লক্ষ্যেই তিনি আসরে নেমেছেন। তবে সেলিব্রিটি প্রার্থী নিয়ে কিছুটা হলেও দলীয় কর্মীদের ক্ষোভ বাড়ছিল। তাই মেদিনীপুরে পৌঁছেই জুন মালিয়া দলীয় ঐক্যের বার্তা দেন প্রথমে।