সংক্ষিপ্ত

ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেয়ে নিই অনেকেই। তবে, জানেন কি সময়ের মধ্যে কাজ করতে গিয়ে কিংবা সব দিক সামলাতে গিয়ে কী মারাত্মক ক্ষতি হচ্ছে শরীরের। সব খাবার ভুলেও গরম করা উচিত নয়। এমন পাঁচটি খাবার আছে যা গরম করে খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। জেনে নিন কী কী।   

অফিস ও সংসার সামলাতে হয় এক হাতে। সকালে খুব ভোরে বেরিয়ে যান। সে কারণে আগের দিন যতটা সুযোগ পান রান্নাটা করে রাখেন। বাড়িতে ফ্রিজ আর মাইক্রোওভেন তো আছেই। তাই খাবার নষ্ট হওয়ার যেমন সম্ভাবনা নেই। তেমনই খাবার গরম করতেও অসুবিধা নেই। আপনি অফিস চলে গেলে পরিবারের সদস্যরা ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেয়ে নিতে পারে। এমন চিত্র অনেক পরিবারের। তবে, জানেন কি সময়ের মধ্যে কাজ করতে গিয়ে কিংবা সব দিক সামলাতে গিয়ে কী মারাত্মক ক্ষতি হচ্ছে শরীরের। সব খাবার ভুলেও গরম করা উচিত নয়। এমন পাঁচটি খাবার আছে যা গরম করে খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। জেনে নিন কী কী।   

ভুলে কখনও চা গরম করে খাবেন না। চা-তে ট্যানিক অ্যাসিড থাকে এতে। এটা গরম করে খেলে আমাদের লিভারের ক্ষতি হয়। অনেক ছোট খাটো চায়ের দোকানে চা গরম করে দেওয়া হয়। এমনকী, বাড়িতেও আমরা অনেকে চা গরম করে খেয়ে থাকি। এই কাজ বন্ধ করুন। 

ডিম গরম করে খাবেন না। এমনকী, ডিমের তরকারিও গরম করে খাওয়া উচিত নয়। এতে ডিমে থাকা পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায় খাবারে। যা শরীরের ক্ষতি করে থাকে। 

অধিকাংশই আমরা ভাত গরম করে খেয়ে থাকি। এর থেকে আমাদের অজান্তেই শরীরের ক্ষতি হয়। বিশেষজ্ঞদের মতে, ভাত তৈরির সময় তাতে এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়। তা বারে বারে গরম করলে খাবারে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে। তাই এই কাজ আর না করাই ভালো।  

মুরগির মাংস গরম করে খাবেন না। মুরগির মাংসতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা গরম করলে খাবারের কম্পোজিশন বদল হয়। তাই চেষ্টা করুন মুরগির মাংস গরম করে না খেতে। 

রোজ একটি আলুর তরকারি রান্না হয়েই থাকে। আর তা রেখে দিয়ে অনেকেই গরম করে খান। তবে জানেন কি, আলুর তরকারি গরম করে খেলে এর উপকারী গুণ নষ্ট হয়ে যায় সঙ্গে পেট খারাপের সম্ভাবনা বেড়ে যায়। তাই এবার থেকে ভুলেও গরম করে খাবেন না এই পাঁচটি খাবার। এতে লিভারের মারাত্মক ক্ষতি হয়। সঙ্গে একাধিক শারীরিক জটিলতা দেখা দেয়। 

আরও পড়ুন- অবাধ্য বাচ্চা বাগে আসবে এই সহজ উপায়, মায়েদের জন্য রইল চার গুরুত্বপূর্ণ টিপস

আরও পড়ুন- Father’s Day 2022: বাবাকে কী উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? রইল ১০টি Unique Gifts আইডিয়া

আরও পড়ুন- Father’s Day 2022: চল্লিশোর্ধ বাবারা মেনে চলুন এই ডায়েট, জেনে নিন কোন কোন খাবার খাবেন