- Home
- India News
- 8th Pay Commission: ২০ হাজার থেকে ৫৭,২০০ হবে বেসিক? বিরাট পরিবর্তন আসছে বেতন কাঠামোতে, নয়া আপডেট
8th Pay Commission: ২০ হাজার থেকে ৫৭,২০০ হবে বেসিক? বিরাট পরিবর্তন আসছে বেতন কাঠামোতে, নয়া আপডেট
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের বেতন কাঠামো নিয়ে তথ্য প্রকাশ করল সরকার। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ হতে পারে বলে জানা গেছে। এর সঙ্গে, মূল বেতন, ডিএ, এইচআরএ, টিএ এবং অন্যান্য ভাতা বৃদ্ধির আবেদন করা হয়েছে।

বিরাট খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। ফের অষ্টম পে কমিশন (8th Pay Commission) নিয়ে এ আপডেট।
এবার অষ্টম পে কমিশনের (8th Pay Commission) বেতন কাঠামো নিয়ে তথ্য প্রকাশ করল সরকার। শোন যাচ্ছে, ইতিমধ্যে নির্ধারণ করা হয়ে গিয়েছে ফিসমেন্ট ফ্যাক্টর। তবে, এই নিয়ে নিশ্চিত তথ্য মেলেনি।
সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) ছিল ২.৫৭। এবার ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৮৬।
ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির সঙ্গে মূল বেতনই নয়, মহার্ঘ ভাতা (ডিএ), এইচআরএ (HRA), টিএ (TA) এবং অন্যান্য ভাতা বৃদ্ধিরও আবেদন করা হয়েছে। এই সকল আবেদন গৃহীত হলে বিপুল পরিমাণে বেতন বাড়বে।
এরই সঙ্গে খাদ্য, আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্য়সেবা এবং বাড়ি ভাড়া বাবদ যে ভাতা পেয়ে থাকে সরকারি কর্মীরা। তাতে আসতে চলেছে বদল। তেমনই শোনা যাচ্ছে হতে পারে প্রমোশনও।
কর্মীদের এই সকল দাবি গৃহীত হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employee) বেসিক হবে ২০ হাজার থেকে ৫৭,২০০। উঠেছে এমনই দাবি।
এখন দেখার বাস্তবে কর্মীদের (Central Government Employee) কোন কোন অবেদন গৃহীত হয়। যা নিশ্চিত জানা যাবে শীঘ্রই।
অষ্টম পে কমিশন গৃহীত হলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী (Central Government Employee) ও পেনশন (Pension Holders) ভোগীরা উপকৃত হবেন।
১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা অষ্টম পে কমিশনের। তবে, অনেকেই ধারণা ১ জানুয়ারি থেকে কার্যকর হলেও কর্মীদের এই বেতন কমিশনের সুবিধা পেতে আরও সময় লাগবে।
সব মিলিয়ে ভালো খবর আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। বিপুল পরিমাণে বেতন বাড়তে চলছে বলে খবর।
সব ঠিক থাকলে মূল বেতনের ১৮৬ শতাংশ বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সঙ্গে বাড়বে পেনশনও।

