কবে থেকে কার্যকর হচ্ছে অষ্টম বেতন কমিশন? 8th pay commission নিয়ে সামলে এল বড় আপডেট
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর হচ্ছে- তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সরকারি কর্মীদের হিসেব বলছে এটি কার্যক হতে পারে ২০২৮ সাল নাগাদ।

অষ্টম বেতন কমিশন
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার লাগু করেছে অষ্টম বেতন কমিশন। এর নিয়ম চালু হলে উপকৃত হবেন দেশের ৪৯ লক্ষ সরকারি কর্মী ও ৬৮ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মী। এদের বেসিক পে বিপুলভাবে পরিবর্তন বা রিভাইস করা হবে। বাড়বে নানা ধরনের ভাতা। যার মধ্যে রয়েছে ডিএ বা মহার্ঘ ভাতা।
কবে থেকে নতুন নিয়ম চালু?
প্রশ্ন কবে থেকে চালু হবে নতুন নিয়ম। যা নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরাও ধোয়াশার মধ্যে রয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় সরকার। যদিও একটি পক্ষ বলছে অষ্টম বেতন কমিশন লাগু হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। কিন্তু এতে সায় দিচ্ছেন না সরকারি কর্মীরা। তাদের কথায় তেমন কোনও আশা নেই।
প্রথম কারণ
প্রতি ১০ বছর অন্তর একটি করে পে কমিশন বা বেতন কমিশন গঠন করা হয়। শেষবার ইউপিএ সরকারের আমলে ২০১৪ সালে সেটি তৈরি হয়েছিল। কার্যকর হয়েছিল বা পেশ করেছিল ২০১৬ সালে মোদী সরকার বা এনডিএ সরকার। অতীত অভিজ্ঞতা বলছে একটি পে কমিশনের প্যানেল চালু হতে সাধারণত দুই থেকে তিন বছর সময় লাগে। তাই ২০২৮ সাল পর্যন্ত সরকারি কর্মীদের অপেক্ষা করতে হবে বলেও অনুমান।
ষষ্ঠ বেতন কমিশন
অতীতে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০০৬ সালে। সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছিল ২০০৮ সালে। আর ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছিল ২০০৮ সালের অগস্ট মাসে। তাই প্যানেল গঠন থেকে কার্যকর হতে সময় নিয়েছিল ২২-২৪ মাস।
সপ্তম বেতন কমিশন
সপ্তম বেতম কমিশন গড়া হয়েছিল ২০১৪-র ফেব্রুয়ারিতে। এটা চূড়ান্ত হয়েছিল মার্চেই। তারপর কমিশন রিপোর্ট জমা দেয় ২০১৫ সালের নভেম্বরে। সরকার বিষয়টিতে সিলমোহর দেয় ২০১৬ সালের জুনে। মানে, ফর্মেশন থেকে ইমপ্লিমেনটেশনে প্রায় ৩৩ মাস সময় লাগল। গত দুটি পে কমিশনই লাগু হতে-হতে গড়ে প্রায় ২-৩ বছর সময় নিয়ে নিয়েছে।
অষ্টম পে কমিশন
অষ্টম পে কমিশন ২০২৫ সালের ১৬ জানুয়ারি ঘোষণা করা হয়েছিল। অষ্টম বেতন কমিশনের টার্ম অফ রেফারেন্স বা টিওআর এখনও নির্দিষ্ট নয়। ফলে বলা য়ায় অষ্টম বেতন কমিশনের প্রক্রিয়া এখনও সেভাবে গতি পায়নি। তাই ২০২৬ সালে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এটির কাজের প্রক্রিয়া গতি পেতে পারে ২০২৭ সালে। এটা কার্যকর হতে হতে ২০২৮ সাল। তেমনই মনে করছে কেন্দ্রীয় সরকারের একাধিক কর্মী সংগঠন।

