North Goa Cylinder Blast News:  রাতের নাইট ক্লাবে পার্টির আনন্দ মুহুর্তের মধ্যে আগুনে ছারখার।  সিলিন্ডার বিস্ফোরণে উত্তর গোয়ায় বারে নিহত অন্তত ২৩ জন। কীভাবে ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

North Goa Cylinder Blast News: শনিবার গভীর রাতে গোয়ার নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে বিপত্তি। নিহত অন্তত ২৩ জন। মৃতদের মধ্যে অধিকাংশই বারের কিচেন স্টাফ ছিলেন। এছাড়াও নিহতদের তালিকায় রয়েছে তিনজন মহিলা সহ অন্তত ৪ জন পর্যটক। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতেই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোয়ার মুখ্যমন্ত্রী। কী কারণে এই বিপত্তি তা নিয়েও মুখ খোলেন তিনি।

কোথায় ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা?

এই বিষয়ে গোয়া পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর গোয়ার আরপোরা গ্রামের ব্রিচ রোমিও ল্যান নাইট ক্লাবে। যেটি রাজধানী পানাজি থেকে অন্তত ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ খুলেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন-''যে নাইট ক্লাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটির অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলেনি। ক্লাব কর্তৃপক্ষ এবং নিরাপত্তার নিয়মাবলী উপেক্ষা করার পরেও যারা এটিকে চালানোর অনুমতি দিয়েছিলেন, আমরা তাদের উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেব।'' 

Scroll to load tweet…

Scroll to load tweet…

এদিকে গোয়ার আরপোরায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাতেই নিজের এক্স- হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, “গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই কামনা করছি। পরিস্থিতি সম্পর্কে আমি গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্তের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।''

Scroll to load tweet…

এছাড়াও গোয়ার পুলিশ প্রধান অলোক কুমার নিশ্চিত করেছেন যে সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের ঘটনা ঘটেছে।ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক মাইকেল লোবো। তিনি জানান, নিহতদের মধ্যে কয়েকজন পর্যটক থাকলেও অধিকাংশই রেস্তোরাঁর বেসমেন্টে কর্মরত স্থানীয় কর্মী।

লোবো বলেন, “গোয়ায় অন্যান্য ক্লাবগুলোরও নিরাপত্তা অডিট করা জরুরি। এতদিন পর্যটকরা গোয়াকে নিরাপদ গন্তব্য হিসেবে দেখেছেন, কিন্তু এই অগ্নিকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর যেন না ঘটে, তা নিশ্চিত করতে হবে। পর্যটক ও কর্মীদের নিরাপত্তা সর্বাগ্রে থাকা উচিত। অধিকাংশ মানুষ বেসমেন্টের দিকে দৌড়তে গিয়ে শ্বাসরোধে মারা গিয়েছেন।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।