আজ আর আগামিকাল ব্যাঙ্ক বন্ধ? আরবিআই-এর বিশেষ নোটিশ, জেনে নিন বিস্তারিত
ব্যাংক ছুটি: ৪ এবং ৫ সেপ্টেম্বর বেশ কিছু রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকের কোনো কাজ থাকলে, বাইরে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন।

ব্যাংক ছুটি: ৪ এবং ৫ সেপ্টেম্বর বেশ কিছু রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকের কোনো কাজ থাকলে, বাইরে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন।
ছুটির দিনে কীভাবে ব্যাংকের কাজ সারবেন
ছুটির দিনে ব্যাংকের জরুরি কাজ থাকলে অনলাইন ব্যবহার করতে পারেন। ৪ বা ৫ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকের কোনো কাজ থাকলে আগেই সেরে ফেলুন। ছুটির দিনেও ডিজিটাল ব্যাংকিং সেবা যেমন UPI, NEFT, RTGS, মোবাইল ব্যাংকিং অ্যাপ চালু থাকবে। এছাড়া ATM থেকে টাকা তোলা বা জমা করাও ২৪ ঘণ্টা সুবিধা পাওয়া যাবে।
৬ সেপ্টেম্বর ঈদ-এ-মিলাদের জন্য জম্মু, রায়পুর, শ্রীনগর ও গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে। ১২ সেপ্টেম্বরও জম্মু ও শ্রীনগরে উৎসবের জন্য ব্যাংক বন্ধ থাকবে। ২২ সেপ্টেম্বর নবরাত্রি স্থাপনার জন্য জয়পুরে ব্যাংক বন্ধ থাকবে
২৩ সেপ্টেম্বর মহারাজা হরি সিং জয়ন্তীর জন্য জম্মু ও শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে। ২৯ সেপ্টেম্বর দুর্গা অষ্টমীর জন্য কলকাতা, পটনা, গুয়াহাটি, আগরতলা ও ভুবনেশ্বরের মতো বেশ কিছু শহরে ব্যাংক বন্ধ থাকবে।
তবে জানা গিয়েছে আরবিআই-এর তালিকা অনুযায়ী আজ আর কাল ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। আপনার এলাকার ব্যাঙ্কও কি বন্ধ থাকবে এই দুদিন? এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত। কেনই বা বন্ধ রাখা হবে ব্যাঙ্ক, এখানে তাও জানানো হল।
এই মাসে কিছু রাজ্যে টানা দু'দিন ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকের কোনো কাজ থাকলে আগে দেখে নিন আপনার শহরে ব্যাংক খোলা থাকবে কিনা। ৪ সেপ্টেম্বর ওণমের জন্য কয়েকটি শহরে, যেমন কোচি ও তিরুবনন্তপুরমে ব্যাংক বন্ধ থাকবে। ৫ সেপ্টেম্বর ঈদ-এ-মিলাদের জন্য মুম্বাই, দিল্লি ও হায়দরাবাদে ব্যাংক বন্ধ থাকবে।
