সংক্ষিপ্ত
এর আগে ২০১৭ সালে, কংগ্রেস ৭৭টি আসন জিতে রেকর্ড তৈরি করেছিল। এদিকে এবারে আপের এই বড় জয়ের পরেই সিদ্ধান্ত হয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হবেন ভগবন্ত মান।
গোটা দেশকে চমকে দিয়ে পঞ্জাবে কংগ্রেসের চোখে চোখ রেখে জোরদার লড়াই দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম-আদমি পার্টি। যদিও কংগ্রেস-বিজেপি টক্করই পঞ্জাবে মূল ফোকাসে থাকলেও সকলকে এঅবাক করে দিয়ে পঞ্জাবের মসনদে বসতে চলেছে আম-আদমি পার্টি। রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের পর আম আদমি পার্টি এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে পরাজয়ের পর পঞ্জাব কংগ্রেসে তোলপাড় চলছে। এদিকে পঞ্জাবের ফলের কাছে হার মেনেছে সমস্ত বুথ ফেরত সমীক্ষাও। আম আদমি পার্টি (আপ) গোটা রাজ্যের ১১৭টির মধ্যে ৯২টি আসন জিতে পাঁচ নদীর দেশ পাঞ্জাবে ইতিহাস তৈরি করেছে। রাজ্যে এখন পর্যন্ত এটি যে কোনও দলের সবচেয়ে বড় জয়।
এর আগে ২০১৭ সালে, কংগ্রেস ৭৭টি আসন জিতে রেকর্ড তৈরি করেছিল। এদিকে আপের এই বড় জয়ের পরেই সিদ্ধান্ত হয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হবেন ভগবন্ত মান। রাজ্যব্যাপী বড় জয়ের পরে ইতিমধ্যেই জোরকদমে সরকার গঠনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে আম-আদমি পার্টি। ভগবন্ত মানও দিল্লি চলে গিয়েছেন আজ সকালেই। গিয়ে প্রথমে দেখা করেন আম-আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। পাশাপাশি আগামীকাল তাঁর রাজ্যপালের সাথে দেখা করারও কথা রয়েছে। এরপর নওয়ানশহর জেলার মহান স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের গ্রাম খটকার কালানে শপথ নেওয়ারও কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন- যোগী ঝড়ে ধরাশায়ী অখিলেশ-মায়াবতী, উত্তরপ্রদেশে সর্ব বৃহৎ দল হিসাবে ফের আত্মপ্রকাশ বিজেপির
এদিকে দলের বিশাল জয় প্রসঙ্গে বলতে গিয়ে ভগবন্ত মান বলেন, “ রাজ্যের মানুষ অহংকারীদের পরাজিত করেছে। সাধারণ মানুষই সাধারণ মানুষকে বিজয়ী করেছে।” ধুরী আসনে ৫৮ হাজার ২০৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। গোটা রাজ্যেই আম আদমি পার্টি ১১৭টি আসনের মধ্যে ৯২টি আসন পেয়েছে। মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, প্রকাশ সিং বাদল এবং অমরিন্দর সিং সহ অনেক প্রবীণ কংগ্রেসী নেতা আপের প্রার্থীদের কাছে হেরে গিয়েছেন। যা নিয়ে অস্বস্তি বেড়েছে কংগ্রেস শিবিরের অন্দরে। এদিকে এদিনই পঞ্জাব সিভিল সেক্রেটারিয়েটে পঞ্জাব মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা। এরপরই চান্নি সরকার পদত্যাগ করবে। এদিকে এবারের নির্বাচনে চান্নি সহ তার ১১ মন্ত্রী নির্বাচনে হেরে গিয়েছেন।