সংক্ষিপ্ত

‘শাকসবজি কাটার ছুরিগুলোতে ধার দিয়ে রাখুন। কখন কী পরিস্থিতি তৈরি হবে, জানা নেই।’ হিন্দু জাগরণ বেদিকার মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে অস্ত্র তোলার বার্তা ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের। 

মানবদেহে গরুর মূত্রের ‘উপকারিতা’, গান্ধি-হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমী’ আখ্যা, ইত্যাদি বহু বিতর্কিত মন্তব্যের জন্য বারবার শিরোনামে উঠে এসেছেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। এবার, কর্নাটকের শিবমোগ্গায় আয়োজিত 'হিন্দু জাগরণ বেদিকা'-র মঞ্চে দাঁড়িয়ে আরও একবার একাধিক বিতর্কিত মন্তব্য করে ঝড় তুললেন এই সাংসদ। তাঁর মন্তব্যের সাথে সাথে শিসের শব্দ আর করতালিতে ভরে ওঠে সমগ্র দর্শক শিবির।

রবিবার কট্টর হিন্দুত্ববাদী সভামঞ্চ থেকে তাঁকে বলতে শোনা যায়, ‘‘বাড়িতে অস্ত্র রাখুন। আর, কিছু না থাকলে, অন্তত শাকসবজি কাটার ছুরিগুলোতে ধার দিয়ে রাখুন। কখন কী পরিস্থিতি তৈরি হবে, জানা নেই। প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার আছে। যদি কেউ বাড়িতে ঢুকে আক্রমণ করলে, উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রয়েছে।’’

ভিন ধর্মের মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার তীব্র বিরোধিতা করে প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, ‘‘ওদের লাভ জিহাদ (ভিন ধর্মের মধ্যে প্রেম) ছাড়া আর কিছুই নেই। ওদের এটাই পরম্পরা রয়েছে। ওরা ভালোবাসলেও তাতে জিহাদ করে। আমরাও ভালোবাসি। তবে, আমাদের ভালোবাসা রয়েছে ঈশ্বরের প্রতি।’’ হিন্দু ধর্মীয়দের উদ্দেশে তাঁর পরামর্শ, “লাভ জিহাদে জড়িতদের তাদের ভাষাতেই জবাব দেওয়া উচিত। মেয়েদের রক্ষা করুন, তাদের সঠিক মূল্যবোধ শেখান।”

ভোপালের সাংসদ অবশ্য শুধু ছুরি প্রস্তুতি রাখার নিদান অথবা ভিন ধর্মের প্রেম প্রতিহত করার পরামর্শেই থেমে থাকেননি। তাঁর দাবি, নিজের সন্তানদের মিশনারি স্কুলে পাঠানোটা একেবারেই ভুল কাজ। তিনি বলেন, এই কাজ করে আদতে নিজেদের পায়েই কুড়ুল মারছেন দেশের মা-বাবারা। অভিভাবকদের উদ্দেশে তাঁর পরামর্শ, ‘‘(সন্তানদের মিশনারি স্কুলে পাঠিয়ে) নিজেদের জন্য বৃদ্ধাশ্রমের দরজা খুলছেন। এতে আপনার সন্তান আর আপনার সংস্কৃতির থাকবে না। তারা স্বার্থপর হয়ে বৃদ্ধাশ্রমের প্রথায় বেড়ে উঠবে।’’ শিশুদের অভিভাবকদের প্রতি তাঁর পরামর্শ, ‘‘ঘরে পুজোপাঠ করুন। ধর্মশাস্ত্র পড়ুন। আপনার সন্তানদেরও এ সম্পর্কে শিক্ষা দিন, যাতে তারা আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধ সম্পর্কে জানতে পারে।’’


আরও পড়ুন-
অস্ট্রেলিয়া থেকে কলকাতায় আসা বিদেশিনী কোভিড পজিটিভ, বিহারে ৪ তীর্থযাত্রীর দেহে মিলল করোনাভাইরাস
কোভিড আতঙ্কের মধ্যেই কলকাতায় বয়ে গেল বড়দিনের জনসমুদ্র, মাস্কবিহীন ভিড় কি গুরুতর আশঙ্কার কারণ?
গঙ্গা সাগর মেলার প্রস্তুতি নিয়ে ফিরহাদ হাকিমের বৈঠক, জানুয়ারিতে স্থান পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা