Sonia Gandhi Hospitalized: কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তাঁকে মাঝেমধ্যেই হাসপাতালে ভর্তি হতে হয়। শনিবার ফের হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী।

Sonia Gandhi Health News: ফের হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন তথা রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী (Sonia Gandhi)। শনিবার হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলার (Shimla) ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে (Indira Gandhi Medical College) ভর্তি করা হয়েছে। তিনি অস্থির বোধ করায় শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন। তবে বড় কোনও সমস্যা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ এবং কংগ্রেস নেতারা জানিয়েছেন, সনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা (মিডিয়া) নরেশ চৌহান জানিয়েছেন, সিমলায় থাকাকালীন সামান্য শারীরিক সমস্যার পর সনিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য আইজিএমসি-তে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা বর্তমানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৭৮ বছর বয়সি সনিয়া শারীরিক অবস্থা খতিয়ে দেখার জন্য হাসপাতালে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (MRI) করিয়েছেন। যদিও এখনও কোনও সরকারি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই।

মুখ্যমন্ত্রী সুখুর পরিদর্শনের সম্ভাবনা

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu) কংগ্রেস নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন সনিয়া

সনিয়াকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল ২৭ মে। সেদিন তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) ৬১-তম মৃত্যুবার্ষিকীতে শান্তি বনে শ্রদ্ধা জানান। এর আগে ফেব্রুয়ারিতে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সনিয়াকে পেটের সমস্যার জন্য দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় তিনি একজন সিনিয়র গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাঃ সমীরণ নন্দীর তত্ত্বাবধানে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল যে কোনও বড় ধরনের উদ্বেগের কারণ নেই। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর পরের দিন তাঁকে ছেড়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত গান্ধী পরিবার কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। দলীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে সনিয়ার চিকিৎসা চললেও, এখন কোনও শারীরিক ঝুঁকি নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।