সংক্ষিপ্ত

প্রযুক্তির উন্নতি যেমন হচ্ছে, তেমনই বিশ্বজুড়ে সাইবার অপরাধের ঘটনাও বাড়ছে। বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারকারীরা সাইবার অপরাধীদের সহজ শিকার হচ্ছেন।

কিছুদিন আগেই জানা গিয়েছিল, ভারতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীরা হ্যাকারদের কবলে পড়েছেন। এবার অ্যাপল আইফোন ব্যবহারকীদের জন্যও একই সতর্কবার্তা দেওয়া হল। অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত-সহ ৯২টি দেশে আইফোন ব্যবহারকারীরা স্পাইওয়্যারের কবলে পড়েছেন। এর আগে ভারতীয় রাজনীতিবিদদের উদ্দেশ্যেও একইরকম বার্তা পাঠিয়েছিল অ্যাপল। সরকারের অনুমোদিত কোনও সংস্থার স্পাইওয়্যারের মাধ্যমে রাজনীতিবিদদের ফোনে নজরদারি চালানো হচ্ছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এবার সারা দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দেওয়া হল। ফলে রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও উদ্বেগ তৈরি হয়েছে। লোকসভা নির্বাচনের মুখে এই খবরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ফের পেগাসাসের হানা?

কয়েক বছর আগে ইজরায়েলের সংস্থা এনএসও গ্রুপের তৈরি পেগাসাস নামে একটি স্পাইওয়্যার ভারতে মোবাইল ফোনে নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এবার নতুন একটি স্পাইওয়্যায়ের হানার কথা জানা গেল। অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আইফোনে হামলা চালিয়েছে মার্সিনারি স্পাইওয়্যার। হ্যাকাররা অ্যাপল আইডি ভেদ করে আইফোন কবজা করার চেষ্টা করছে। নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে হ্যাকাররা। এই ধরনের স্পাইওয়্যার হামলার বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। তবে অ্যাপল আইফোন ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’

মার্সিনারি স্পাইওয়্যার কী?

অ্যাপলের পক্ষ থেকে আইফোন ব্যবহারকারীদের সতর্ক করে জানানো হয়েছে, ‘এনএসও গ্রুপের পেগাসাসের মতোই মার্সিনারি স্পাইওয়্যার একদম আলাদা। সাধারণ সাইবার অপরাধ বা কনজিউমার ম্যালওয়্যারের সঙ্গে মার্সিনারি স্পাইওয়্যারের কোনও মিলই নেই। এই ধরনের সাইবার অপরাধে লক্ষ লক্ষ মার্কিন ডলার খরচ হয়। খুব কম ব্যক্তিকে নিশানা করেই এরকম স্পাইওয়্যার হামলা চালানো হয়। তবে সারা বিশ্বেই একসঙ্গেএই ধরনের হামলা চালানো হয়। এবারও সেরকমই কিছু হয়েছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

CERT-In: অ্যাপল, আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীরা সাবধান! বিশেষ সতর্কতা জারি করল কেন্দ্র সরকারি সংস্থা

গ্রাহকদের ব্যক্তিগত তথ্যে গোপনে নজরদারি চালাচ্ছিল টিকটক, ফাঁস করল অ্যাপল

৩ বছর আগে সাইবার অপরাধের শিকার! কীভাবে মোকাবিলা করেছিলেন মিথিলা?