সংক্ষিপ্ত
ছাত্রীদের সঙ্গে চার অধ্যাপকের তুলুম নাচ পাঠানের গানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছোট্ট ভিডিওটি।
শুরুর আগেই শাহরুখ খানের 'পাঠান' ছবি নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু রিলিজের পর সেবসব এখন অতীত। বলিউড মুভির ক্ষেত্র বক্সঅফিসই শেষকথা। পাঠানের ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে। বক্সঅফিসে রীতিমত সফল এই ছবি- প্রতিটি ক্ষেত্রেই তেমনই দাবি করেছে। শাহরুখও অনেক দিন পরে বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পালেন। শাহরুখের এই ক্যামব্যাকই আদালা করে দেখিয়ে দিয়েছে তিনি এখনও বলিউডের বাদশা। কারণ পাঠানের ডায়লগ থেকে গান- ঘুরছে মুখেমুখে। কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ের ঘটনা সম্পূর্ণ অন্য নজির তৈরি করেছে।
পাঠান ছবির 'ঝুমে জো পাঠান' গানে দিল্লি বিশ্ববিদ্যালের জেসুস অ্যান্ড মেরি কলেজের বাণিজ্য বিভাগ মজে গিয়েছে। পড়ুয়াদের সঙ্গে অধ্যাপকরাও এই গানের সঙ্গে কোমর দুলিয়ে নেটিজেনদের মুগ্ধ করে দিয়েছে। অধ্যাপকদের এই নাচ সোশ্য়াল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে।
ইনস্টাগ্রামে রীতিমত ভাইরাল দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই ভিডিও। ক্লিলটিতে দেখা যাচ্ছে অ্যাম্ফিথিয়েটারে ঝুমে জো পাঠান গান বাজছে। প্রথমে তারই তালে নাচ করছে পড়ুয়ারা। তারপপরই তাদের সঙ্গে এসে যোগ দেন চার অধ্যাপিকা। যাদের পরনে ছিল শাড়ি। শাড়ি পরেই দুর্দান্ত নাচ করেন তারা।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। প্রত্যেকেই অধ্যাপকদের প্রশংসায় পঞ্চমুখ। চার অধ্যাপিকা যখন নাচছেন তখন ছাত্রীদের মধ্যে রীতিমত আনন্দের রোল ওঠে। ছাত্রীরাও দারুন খুশি । আর অধ্যাপকরাও দারুন খুশি। অনেক নেটিজেনের কথায় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে এক অন্য পরিবেশ তৈরি হয়েছিল। এই পরিবেশ ছাত্র ও শিক্ষকদের আরও কাছে এনে দেয়। তাদের দুই পক্ষের মধ্যেই সুস্থ পরিবেশ বজায় থাকে।
আরও পড়ুনঃ
ব্যালট ছাপার পয়সা নেই তাই ভোট হবে না, রাষ্ট্রপতির আচরণে উত্তাল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা
LAC তে সেনা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী, চিন ইস্যুতে রাহুল গান্ধীকে তুলোধনা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
অ্যাডিনোভাইরাস থেকে সাবধান শিশুরা, কী করতে হবে জানালেন বিশেষ চিতিৎসক