সংক্ষিপ্ত

আবারও অশান্তি শ্রীলঙ্কায়। ব্যালট ছাপার পয়সা নেই তাই ভোট হবে বলে জানিয়েছে সরকার। প্রতিবাদে উত্তাল সংসদ।

 

দেউলিয়া শ্রীলঙ্কা। আগামী মাসে সমস্ত স্থানীয় নির্বাচন স্থগিত করে দিতে পারে। তেমনই জানিয়েছেন দেশের এক শীর্ষকর্তা। মঙ্গলবার ভোটের দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সংসদ চত্ত্বর। আর সেই কারণেই স্থগিত করে দেওয়া হয়েছে অধিবেশন। আগামী ৯ মার্চ ভোট হওয়ার কথা ছিল দ্বীপরাষ্ট্র। ভোটটিতে পরিষ্কার হয়ে যেত রাষ্ট্রপতি হিসেবে রনিল বিক্রমাসিংহের গ্রহণযোগ্যতা কতটা। কারণ তীব্র আর্থিক সংকটে ভোগা এই দেশের রাষ্ট্রপতি হিসেবে গত বছর জুলাই মাসে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

নির্বাচন কমিশনের আদালতে দাখিল করা তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার কোষাগারে ব্যালট ছাপার মত টাকা নেই । পোলিং বুথের খরচ বহন ও পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা নেই। সেই কারণেই এখনও ভোটের পথে যেতে পারনা দ্বীপরাষ্ট্রটি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রধান নিমল পুঞ্চিহেওয়া জানিয়েছেন, তিনি সম্প্রতি সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন দেশের যা পরিস্থিতি তাতে যথসময়ই নির্বাচন অনুষ্ঠিত করা যাবে। কিন্তু এখন তিনি নতুন করে আদালতকে জানিয়েছেন, দেশে নির্বাচন করা যাবে না। কারণ সরকার অর্থ যোগান দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।

রাষ্ট্রপতি আগেই বলেছিলেন। নির্বাচন অসম্ভব, কারণে রাষ্ট্রের রাজস্ব, বেতন, পেনশন, প্রয়োজনীয় পরিষেবাগুলির বজায় রাখার জন্য দেশে পর্যাপ্ত অর্থ নেই। সেখানে নির্বাচন করা যাবে না। আর্থিক দুর্নীতির কারণে যখন গোটা দেশে উত্তাল, রাষ্ট্রপতি ভবনেও বিক্ষোভ চলছে সেই অশান্ত সময়ই রনিল বিক্রমাসিংহে গোটাবায়া রাজাপক্ষের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

অন্যদিকে বিক্রমাসিংহের এই আচরণের মধ্যেই বিরোধীরা অগণতান্ত্রিক কার্যকলাপের ছায়া দেখতে পাচ্ছে। সেই কারণেই মঙ্গলবার সংসদে প্রবল বিক্ষোভ দেখান হয়েছে। বিরোধীদের দাবি ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছে বিক্রমাসিংহে। প্রশাসনকেো সেই কাজে ব্যবহার করা হচ্ছে। সরকার ভোটে না গিয়ে গণতন্ত্রকে দমন করতে চাইছে বলেও অভিযোগ করে বিরোধীরা। রাষ্ট্রপতি আর্থিক সংকটের আছিলায় নির্বাচনে যেতে চাইছে না বলেও দাবি তাদের। সংসদের বিক্রমাসিংহের বিরুদ্ধে পোস্টার হাতেও প্রতিবাদ জানায় বিরোধীরা। তবে এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার আদালত বৃহস্পতিবার কোনও একটি নির্দেশ দিতে পারে বলেও মনে করছে বিরোধীরা।

আরও পড়ুনঃ

অ্যাডিনোভাইরাস থেকে সাবধান শিশুরা, কী করতে হবে জানালেন বিশেষ চিতিৎসক

মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই ১২ ঘণ্টার পাহাড় বনধের ডাক, গোর্খাল্যান্ডের দাবিতে আবার সরব বিনয় তামাংরা

LAC তে সেনা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী, চিন ইস্যুতে রাহুল গান্ধীকে তুলোধনা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের