আবারও কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন এলাকারবিবার দুপুরে কম্পন অনুভূত হয়এক মাসের মধ্যে দুবার কম্পন  

রবিবার দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ কেঁপে উঠল রাজধানীর মাটি। আবারও ভূমিকম্প অনুভূত দিল্লি ও সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। তবে এই ভূমিকম্প কোনও মানুষে প্রাণহানি ঘটেনি। ক্ষতি হয়নি কোনও সম্পত্তির, তেমনই জানিয়েছে স্থানীয় প্রশাসন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াও বিষয়টি উত্থাপন করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলে দিল্লিত কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি নগরবাসীর সুস্থতাও কামনা করেন তিনি। 

Scroll to load tweet…

কম্পনের উৎপত্তি স্থল ছিল দিল্লি ও উত্তর প্রদেশের সীমানার প্রায় ১৫ কিলোমিটার গভীরে। এক মাসেরও কম সময় এই নিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠল দিল্লি। গত ১২ এপ্রিল কেঁপে উঠেছিল দিল্লি ও সংলগ্ন এলাকা। সেই সময় কম্পনের কেন্দ্রস্থল ছিল উত্তর-পূর্ব দিল্লির গাজিয়াবাদ এলাকায় মাটির প্রায় ৮ কিলোমিটার গভীরে। 

Scroll to load tweet…

এক মাসের মধ্যে পরপর দুবার কম্পন অনুভূত হওয়া. স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লিতে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছেন কম্পন ছিল খুবই মৃদ ও ক্ষণস্থায়ী। পাঁচটি সিজমিক জোনের চতুর্থ স্থানে পড়ে দিল্লি। 

আরও পড়ুনঃ বিশ্বে করোনা ত্রাসের মধ্যেও চন্দ্র অভিযানের লক্ষ্যে অনড় চিন, সফল উৎক্ষেপন লংমার্চের

আরও পড়ুনঃ কৈলাশ মানসরোবরগামী ৮০ কিলোমিটার লিঙ্ক রোড নিয়ে আপত্তি নেপালের, যুক্তি ওড়াল ভারত .

আরও পড়ুনঃ লাদাখের পর এবার সিকিম সীমান্তে উত্তেজনা, ভারতীয় ও চিনা সৈনিকদের মধ্যে সংঘর্ষে জখম ১১