সংক্ষিপ্ত

Andhra Pradesh Blast News: রাজ্যে ফের বাজি বিস্ফোরণ। আগুনে ঝলসে প্রাণ হারালেন অন্তত ৮ জন শ্রমিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকপল্লি জেলার কোটাভুরাতলা এলাকার বাজি কারখানায়। মৃতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন বলেও জানা গিয়েছে।      

Andhra Pradesh Blast News: রাজ্যে ফের বাজি বিস্ফোরণ। আগুনে ঝলসে প্রাণ হারালেন অন্তত ৮ জন শ্রমিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকপল্লি জেলার কোটাভুরাতলা এলাকার বাজি কারখানায়। মৃতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন বলেও জানা গিয়েছে। বাড়ছে আহতের সংখ্যাও। রবিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপোদি অনিতা।

পুলিশ সূত্রে খবর, যখন বাজি তৈরির জন্য রাসায়নিক মেশানো হচ্ছিল তখনই বিশাল অগ্নিকাণ্ড হওয়ায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কোটৌরাতলার কৈলাসপুরম গ্রামের একটি আতশবাজি তৈরির কারখানায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, বিস্ফোরণের গতি এতটাই শক্তিশালী ছিল যে কারখানার ইটের তৈরি বাড়িটি সম্পূর্ণরূপে ধসে পড়ে গিয়েছে। আটজন শ্রমিক নিহত হন এবং একজন গুরুতর আহত হন, বেশ কয়েকজন আহত অবস্থায় ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান বলে পুলিশ সূত্রে খবর।

এদিকে ঘটনার পর থেকেই, গ্রামের বাসিন্দা, দমকল ও উদ্ধারকর্মী এবং পুলিশ একসঙ্গে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা দেহগুলি বের করে আনার কাজ করেছে। ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান পুলিশের। মর্মান্তিক এই ঘটনার খবরে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। তিনি ইতিমধ্যে জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। ঘটনার বিষয়ে তাঁদের থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন চন্দ্রবাবু। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা বিশদ তদন্ত করে একটি রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

 

 

এই বিষয়ে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আনাকপল্লির পুলিশ সুপার তুহিন সিংহ জানিয়েছেন, মৃতেরা প্রত্যেকেই দুর্ঘটনার সময়ে ওই বাজি কারখানায় কাজ করছিলেন। তবে ঠিক কীভাবে বিস্ফোরণ হল তা এখনও পরিস্কার করে জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।