- Home
- India News
- বিরাট খবর! বিনামূল্যে লেনদেনের দিন শেষ, ১৫ ফেব্রুয়ারি থেকে খরচ বাড়ছে Online Transaction-এ
বিরাট খবর! বিনামূল্যে লেনদেনের দিন শেষ, ১৫ ফেব্রুয়ারি থেকে খরচ বাড়ছে Online Transaction-এ
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI তার IMPS-র খরচ বাড়াচ্ছে। নেট ব্যাঙ্কিং বা YONO অ্যাপের মাধ্যমে ২৫ হাজার টাকার বেশি লেনদেন করলে এবার থেকে ২ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ ও জিএসটি দিতে হবে।

ডিজিটাল ইন্ডিয়ার যুগে টাকা লেনদেনের ক্ষেত্রে সকলেই অনলাইনের ওপর নির্ভরশীল। কোনও জিনিস কিনতে হোক বা কাউকে উপহার দিতে, এক ক্লিকই যথেষ্ট। এবার আর্থিক লেনদেনের ক্ষেত্রে আসতে চলেছে সমস্যা। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে IMPS বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস-র খরচ বাড়াতে চলেছে দেশের বৃহত্তম এই সরকারি ব্যাঙ্ক।
এবার থেকে ২৫ হাজার টাকার বেশি লেনদেন করলেই বসবে সার্ভিস চার্জ। তবে, ২৫ হাজার টাকার নীচে লেনদেন করলে কোনও বাড়তি টাকা দিতে হবে না।
২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন ২ টাকা এবং সঙ্গে GST যোগ হবে। ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার ক্ষেত্রে এই চার্জ হবে ৬ টাকা প্লাস জিএসটি। আবার ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ডিজিটাল লেনদেন করলে দিতে হবে ১০ টাকা ও জিএসটি। অর্থাৎ বাড়িতে বসে অনলাইনে বড় অঙ্কের টাকা পাঠালেও এখন থেকে পকেটে টান পড়তে চলেছে।
এই বিরাট সিদ্ধান্ত লিন এসবিআই। নেট ব্যাঙ্কিং বা YONO অ্যাপের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন যে সুবিধা মিলত বিনামূল্যে মিলত, এবার থেকে তার জন্য দিতে হবে মাসুল। মূলত অনলাইন লেনদেন ও ব্যাঙ্কিং পরিষেবায় শৃঙ্খলা আনতে এই পদক্ষেপ নিল SBI। সাধারণ গ্রাহকদের একাংশের মতে, ডিজিটাল ইন্ডিয়ার যুগে ছোট ছোট সার্ভিস চার্জ বসানোয় মধ্যবিত্তের ওপর বাড়তি চাপ তৈরি হবে।
তেমনই ব্যাঙ্কের শাখায় গিয়ে আইএমপিএস করলে খরচে মাত্রা আরও বেশি। সেখানে ১ হাজার টাকা পর্যন্ত লেনদেন বিনামূল্যে হলেও তার ওপরেই শুরু হবে মাশুল। ১ হাজর থেকে ১ লক্ষ টাকার লেনদেন ৪ টাকা ওজিএসটি দিতে হবে। ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার ক্ষেত্রে চার্জ ১২ টাকা। আর ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার লেনদেনে ২০ টাকা ও জিএসটি ধার্য করা হবে।

