- Home
- India News
- Banking Charges: মাথায় হাত গ্রাহকদের! ১ জুলাই থেকে বাড়ছে ক্রেডিট কার্ড ও ব্যাঙ্কিং পরিষেবার চার্জ
Banking Charges: মাথায় হাত গ্রাহকদের! ১ জুলাই থেকে বাড়ছে ক্রেডিট কার্ড ও ব্যাঙ্কিং পরিষেবার চার্জ
Banking Charges: এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক সহ বেশ কিছু ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের চার্জ বাড়ানোর ঘোষণা দিয়েছে। অনলাইন গেমিং, ডিজিটাল ওয়ালেট এবং ইউটিলিটি পেমেন্টের মতো লেনদেনের জন্য অতিরিক্ত খরচ প্রযোজ্য হবে।

খারাপ খবর ব্যাঙ্কের গ্রাহকদের জন্য। এবার বাড়তে চলেছে ক্রেডিট কার্ডের চার্জ।
বর্তমানে বহুজন এই ক্রেডিট কার্ডের ওপর ভরসা করে থাকে। তেমনই অনলাইন পেমেন্ট করে থাকি আমরা প্রায় সকলেই।
এবার থেকে ব্যাঙ্কের পরিষেবা নিতে হবে দিতে হবে বাড়তি টাকা। এমনই ঘোষণা করা হল ব্যাঙ্কের পক্ষ থেকে।
অনলাইন গেমিং, ডিজিটাল ওয়ালেট এবং ইউটিলিটি পেমেন্ট সম্পর্কিত লেনজেনের জন্য বাড়ছে খরচ।
যদি কোনও গ্রাহক ড্রিম ১১, রামি কালচার, জঙ্গলি গেমস বা এমপিএল-র মতো অনলাইন দক্ষতা ভিত্তিক গেমিং প্ল্যাটফর্মগুলোতে মাসে ১০ হাজার টাকার বেশি ব্যয় করেন তাহলে তাঁকে এই বিভাগে মোট মাসিক ব্যয়ের ওপর ১ শতাংশ চার্জ করা হবে।
এই ফি প্রতি মাসের মধ্যে ৪,৯৯৯ টাকা সীমাবদ্ধ থাকবে। আর এই গেমিং লেনদেনে কোনও পুরষ্কার পয়েন্ট দেওয়া হবে না। ইউটিলিটি পেমেন্টের জন্য যদি মাসে মোট খরচ ৫০ হাজার টাকার বেশি হয়, তাহলে ১ শতাংশ ফি ধার্য করা হবে।
ব্যাঙ্ক থেকে স্পষ্ট জানানো হয়েছে, আর বিমা পেমেন্টকে ইউটিলিটি পেমেন্ট হিসেবে ধরা হবে না। এক্ষেত্রে কোনও ধরনের অতিরিক্ত চার্জ ধার্য করা হবে না।
ভাড়া, জ্বালানি এবং শিক্ষা লেনদেনের জন্য সর্বোচ্চ চার্জও সংশোধন করা হয়েছে। এই সকল ক্ষেত্রে চার্জের সর্বোচ্চ সীমা এখন ৪৯৯৯। ভাড়া পেমেন্টের ওপর ১ শতাংশ চার্জের কোনও পরিবর্তন হয়নি।
তেমনই কলেজ বা স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের কার্ড মেশিনের মাধ্যমে সরাসরি শিক্ষাগত পেমেন্টের ক্ষেত্রে কোনও চার্জ প্রযোজ্য হবে না।
এই সিদ্ধান্ত নিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। চার্জ পরিবর্তন করেছে আইসিআইসিআই ব্যাঙ্কও।
আইসিআইসিআই ব্যাঙ্কে এটিএমে তিনটি বিনামূল্যে এটিএম লেনেদেনের পরে ২৩ টাকা করে চার্জ কাটা হবে। অ-আর্থিক লেনদেনে ৮.৫ টাকা করে টাকা হবে।
তেমনই আইসিআইসিআই ব্যাঙ্ক ডেবিট কার্ডের জন্য বার্ষিক ফি ২০০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছে।

