সংক্ষিপ্ত
সুখোই আর মিরাজের মুখোমুখি সংঘর্ষে এক পাইলটের মৃত্যু। অন্য এক পাইলট আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। মধ্যপ্রদেশে ভেঙে পড়ে দুটি বিমান।
সপ্তাহের শেষ দিনেই দুঃখজনক ঘটনা। মহড়ার সময় মুখোমুখি সংঘর্ষ ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমানের। মধ্যপ্রদেশের মোরেনা জেলায় ভেঙে পড়ে একটি সুখোই ও একটি মিরাজ-২০০০। এই দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে। বিমান বাহিনীর পক্ষ থেকে জানান হয়েছে, সুখোই-৩০০ এমকেআই বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে যেতে পেরেছে। কিন্তু মিরাজ-২০০০ যুদ্ধ বিমানের পাইলট ঘটনাস্থলেই মারা যায়।
ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে,'আজ সকালে গোয়ালিয়মের কাছে ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়ে।' বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমান দুটি একটি অপারেশনাল ফ্লাইং ট্রেনিং মিশনের অন্তর্গত ছিল। তিন পাইলট দুর্ঘটনার কবলে পড়ে। একজনের মৃত্যু হয়েছে। এক পাইলট গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে যুদ্ধ বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী তাঁর সঙ্গে বিস্তারিত বিষয়ে কথা বলেছেন। গোটা বিষয়টি তাঁকে জানিয়েছেন। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, রাজনাথ সিং এই বিষয়ে পর্যবেক্ষণ করছেন।
অন্যদিকে মেরেনার জেলাশাসক অঙ্কিত আস্থানা জানিয়েছেন, দুটি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ জেলার পাহাড়গড় এলাকায় পড়েছিল। মধ্যপ্রদেশের সীমান্তবর্তী রাজস্থানের ভরতপুর এলাকা থেকেও বেশ কিছু ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। আস্থানা আরও জানিয়েছে, পাহাড়গড় থেকে এক পাইলটলের দেহের অংশ উদ্ধার হয়েছে। বিমান বাহিনীর সঙ্গে পরামর্শ করেই জেলা প্রশাসন উদ্ধারকাজে সহযোগিতা করছে।
বিমান বাহিনী জানিয়েছে, দুটি যুদ্ধ বিমানই গোয়ালিয়র বিমান বন্দর থেকে উড়েছিল। এটি ভারতীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে বলেন মোরেনার কোলারাসের কাছে বায়ুসেনার সুখোই-৩০ ও মিরাজ ২০০০ বিমান বিধ্বস্ত হয়েছে যা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন স্থানীয় প্রশাসনকে বিমান বাহিনীকে উদ্ধার ও ত্রাণ কাজে সহায্যের নির্দেশ তিনি দিয়েছেন। আহত পাইলটদের দ্রুত আরোগ্য তিনি কামনা করেছেন।
আরও পড়ুনঃ
সপ্তাহের শেষ দিনে বিপত্তি, মধ্যপ্রদেশের কাছে ভেঙে পড়ল দু'টি যুদ্ধ বিমান
রাহুল গান্ধীর নিরাপত্তার অভাব, কাশ্মীরে ঢোকার মুখেই বন্ধ করে দেওয়া হল ভারত জোড়ো যাত্রা
হাতে-খড়ির পরে এবার দিল্লিতে চমক রাজ্যপালের, পরীক্ষা পে চর্চা দেখতে বাংলা স্কুলে সিভি আনন্দ বোস