চিহ্নিত অযোগ্য পরীক্ষার্থী কত? সংখ্যা জানার পরই SSC-কে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
চিহ্নিত অযোগ্য়রা যেন কিছুতেই পরীক্ষায় বসতে না পারে। একই সঙ্গে নির্ধারিত দিনেই স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেওয়ার নির্দেশ এসএসসিকে দিল সুপ্রিম কোর্ট।

SSCকে কড়ানির্দেশ SC-র
চিহ্নিত অযোগ্য়রা যেন কিছুতেই পরীক্ষায় বসতে না পারে। একই সঙ্গে নির্ধারিত দিনেই স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেওয়ার নির্দেশ এসএসসিকে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে শুক্রবার। একই সঙ্গে বলেছে চিহ্নিত অযোগ্য পরীক্ষার্থীরা যাতে পরীক্ষায় বসতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে এসএসসিকেই।
এসএসসি পরীক্ষা
আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা। নির্ধারিত দিনেই এসএসসি পরীক্ষা নিতে হবে বলেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। শুক্রবার শীর্ষ আদালত জানতে চেয়েছে কতজন দাগি বা চিহ্নিত অযোগ্য পরীক্ষার্থী রয়েছে? আদালতে রাজ্য সরকার জানিয়েছে চিহ্নিত অযোগ্য পরীক্ষার্থীর সংখ্যা ১৯০০।
মামলাকারী ভর্ৎসিত
এদিন সুপ্রিম কোর্টে শুনানির সময় মামলাকারী চিন্ময় মণ্ডলকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। রাজ্যে চিহ্নিত অযোগ্য পরীক্ষার্তীর সংখ্যা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময় তিনি কিছু বলার জন্য এগিয়ে যান। সেই সময়ই সুপ্রিম কোর্টের বিচারপতি সতীশচন্দ্র শর্মাবলেন, 'আপনি মামলা দাখিল করেছেন। ওখানে পিছনে গিয়ে বসুন। এটা কোনও পাবলিক প্ল্যাটফর্ম নয়।' তারপরই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় একজনও দাগি অযোগ্য পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না।
এসএসসি পরীক্ষা কবে?
শিক্ষক নিয়োগের পরীক্ষা যে আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বরই হচ্ছে, তা চূড়ান্ত ভাবে বৃহস্পতিবারই জানিয়ে দেয় এসএসসি। আগেই পরীক্ষার সম্ভাব্য দিনের কথা জানিয়ে ডিআই-দের প্রস্তুত থাকতে বলা হয়েছিল। তার পর বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ বার সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ায় এ নিয়ে আর জল্পনার অবকাশ রইল না।
নিয়োগ দুর্নীতি মামলা
নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই সুপ্রিম কোর্ট ২০১৬ সালে এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল। নতুন করে পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছিল। যার কারণে রাজ্যে চাকরিহারা ২৬০০০ স্কুল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। নতুন করে নিয়োগ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই পরিপ্রেক্ষিতেই ছিল এদিনের মামলার শুনানি।

