Meat Ban: এবারের স্বাধীনতা দিবসের (Independence Day 2025) পরদিনই জন্মাষ্টমী (Krishna Janmashtami 2025) পড়েছে। তার আগে একাধিক শহরে মাংস নিষিদ্ধ করা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
Independence Day 2025 Meat Ban: বিজেপি-র (BJP) বিরুদ্ধে সবসময় মানুষের অধিকার খর্ব করা, নিজেদের মতাদর্শ মানুষের উপর চাপিয়ে দেওয়ার অভিযোগ করে কংগ্রেস (Congress)। কিন্তু এবার কংগ্রেসশাসিত তেলঙ্গানার (Telangana) রাজধানী হায়দরাবাদে (Hyderabad) মাংসের উপর নিষেধাজ্ঞা (Meat Ban) জারি করা হল। গ্রেটার হায়দরাবাদ পুরসভার (Greater Hyderabad Municipal Corporation) পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি করেছেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি (Hyderabad MP Asaduddin Owaisi)। তিনি জানিয়েছেন, ১৫ ও ১৬ অগাস্ট হায়দরাবাদের সব কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ অগাস্ট জন্মাষ্টমী (Krishna Janmashtami 2025)। কিন্তু তার আগের দিনও মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এআইএমআইএম প্রধান (AIMIM chief) ওয়েইসি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘সারা ভারতে অনেক পুরসভাই ১৫ অগাস্ট কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলে মনে হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে গ্রেটার হায়দরাবাদ পুরসভাও একইরকম নির্দেশিকা জারি করেছে। যা নির্মম ও অসাংবিধানিক। মাংস খাওয়া ও স্বাধীনতা দিবস পালনের মধ্যে কী যোগ? তেলঙ্গানার ৯৯ শতাংশ মানুষ মাংস খান। মাংস নিষিদ্ধ করা মানুষের স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার, জীবিকা, সংস্কৃতি, পুষ্টি ও ধর্মীয় অধিকার খর্ব করা।’
মহারাষ্ট্রেও তীব্র বিতর্ক
কংগ্রেসশাসিত তেলঙ্গানার পাশাপাশি বিজেপিশাসিত মহারাষ্ট্রের (Maharashtra) একাধিক পুরসভা অঞ্চলেও স্বাধীনতা দিবসে মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছত্রপতি শম্ভাজিনগরে (Chhatrapati Sambhajinagar) মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করার বিরোধিতা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Maharashtra Deputy Chief Minister Ajit Pawar)।
মহারাষ্ট্রে মাংসের উপর নিষেধাজ্ঞার অভিযোগ অস্বীকার
মহারাষ্ট্রে একনাথ শিণ্ডের (Eknath Shinde) নেতৃত্বাধীন শিবসেনার (Shiv Sena) মুখপাত্র অরুণ সাওয়ান্ত দাবি করেছেন, ‘মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা-এনসিপি জোট সরকার মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবে অনুমোদন দেয়নি। বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে এবং সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

