সংক্ষিপ্ত
- কেরলে ফের করোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলল
- এই নিয়ে কেরলে করোনায় আক্রান্তের সংখ্যা ৩
- স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে
- পর্যবেক্ষণে রাখা হয়েছে চিন ফেরত ১,৯৯৯ জনকে
বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। গত সপ্তাহেই এদেশে প্রথমে করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছিল। সোমবার সেই সংখ্যাটা বেড়ে হল ৩। কেরলে আরও এক ব্যক্তির শীরের মিলল করোনা ভাইরাসের জীবানু।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকই করোনা ভাইরাসে আক্রান্ত তৃতীয় ব্যক্তির কথা জানিয়েছে। কেরলের কাসারাগোডের জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাঁকে রাখা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজা। আপর দুই আক্রান্তের মত তৃতীয় জনও চিনে করোনার এপি সেন্টার উহান থেকে কেরলে ফেরেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নাবালিকা নির্যাতিতাকে অ্যাসিড ছুঁড়ল অভিযুক্তের পরিবার
আক্রান্ত তিন জনের অবস্থাই স্থিতিশীল। তাদের ২৪ ঘণ্টা মেডিক্যাল পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক চিন সফরের উপর নতুন করে সতর্কীকরণ জারি করেছে।
আরও পড়ুন: করোনা আতঙ্কের মাঝে পরিণতি পেল ভালবাসা, চিন থেকে এসে সত্যর্থকে বিয়ে করলেন জিহাও
করোনায় আক্রান্ত তিন জনই চিনে পড়তে গিয়েছিল বলে জানা গেছে। গত মাসেই তারা উহান থেকে দেশে ফেরেন। চিন থেকে কেরলে ফেরা ১,৯৯৯ জনকে ইতিমধ্যে পর্যবেক্ষণে রেখেছে কেরলের স্বাস্থ্য দফতর।
এদিকে চিনে এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এই মারণ ভাইরাসকে। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে সরকারি ভাবে ৩৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। করোনা ভাইরাসের কারণে গত সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গোটা বিশ্বে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরী অবস্থা ঘোষণা করেছে।