Indian Navy: ভারতীয় নৌবাহিনী একটি রোমহর্ষক ভিডিও শেয়ার করেছে। আর সেই ভিডিওর মাধ্যমে শত্রুপক্ষকে রীতিমতো সতর্ক করে দিয়েছে তারা। 

Indian Navy: ভারতীয় নৌবাহিনী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি রোমহর্ষক ভিডিও শেয়ার করেছে। আর সেই ভিডিওর মাধ্যমে শত্রুপক্ষকে রীতিমতো সতর্ক করে দিয়েছে তারা। এবার আর আবেদন নয়, সোজা যুদ্ধ হবে। এই ভিডিওর মাধ্যমে ভারতীয় নৌবাহিনী জানিয়ে দিয়েছে যে, তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ভারতীয় নৌবাহিনী, হিন্দি ভাষার বিখ্যাত কবি রামধারী সিং দিনকরের কবিতাকে সঙ্গে রেখে এই ভিডিওটি শেয়ার করেছে। দিনকরের এই কবিতা মহাভারত যুদ্ধের আগে কৌরবদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের সতর্কবার্তার কাব্যিক একটি রূপ। এটি আলোচনা থেকে সরাসরি যুদ্ধের দিকে একটি স্পষ্ট ইঙ্গিত। আর এই ভিডিওটির মাধ্যমে ভারতীয় নৌবাহিনী শত্রুপক্ষকে তাদের শক্তিও প্রদর্শন করেছে। তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে, যুদ্ধের প্রয়োজন হলে তারা শত্রুকে ধ্বংস করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

Scroll to load tweet…

কবিতাটি

হীতবচন তুমি শোনোনি
মৈত্রীর মূল্য বোঝোনি
তাই আমিও এবার যাচ্ছি
শেষ সিদ্ধান্ত শোনাচ্ছি
আবেদন নয়, এবার রণ হবে
জীবন জয় অথবা মরণ হবে
নক্ষত্র-নিকর সংঘর্ষে
বর্ষা হবে ভূমিতে অগ্নি প্রখর
ফণা তুলবে শেষনাগ
ভয়ঙ্কর কাল মুখ খুলবে
দুর্যোধন এমন রণ হবে
আর কখনো এরকম হবে না
কাক-শৃগাল সুখ লুটবে
মানুষের সৌভাগ্য ফুরাবে
অবশেষে তুমি ধ্বংস হবে
হিংসার পাপে দগ্ধ হবে।

তার আগে ১২ মে ডিজিএমও-এর সাংবাদিক সম্মেলনে রামধারী সিং দিনকরের "আবেদন নয়" কবিতা ব্যবহার করে দেওয়া বার্তা সম্পর্কে জানতে চাইলে, এয়ার মার্শাল এক.কে. ভারতী রামায়ণের একটি দোহা উদ্ধৃত করে বলেছিলেন, "বিনয় ন মানত জলধ জড় গেল তিন দিন বীত। বলে রাম সকোপ, ভয় বিনা হয় না প্রীতি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।