ভারতে আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষ ছাড়াল তবে দৈনিক সংক্রমণ ৬০ হাজারের নিচে নামল সুস্থতার হার বেড়ে হয়েছে ৭২.৫  শতাংশ মৃত্যু হার কমে হয়েছে ১.৯৩ শতাংশ

গত কয়েকদিন ধরে ৬০ হাজারের নিচে নামছিল না দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার সকালে পরিস্থিতির অবশ্য কিছুটা বদল হোল। তবে এখনও তা যথেষ্ট আশঙ্কার বলেই মনে করছেন চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৯৮২। ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ লক্ষ ৪৭ হাজার ৬৬৪।

Scroll to load tweet…

দেশে মৃতের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৯৪১ জনের। ফলে ভারতে কোভিড ১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০ হাজার ৯২১।

আরও পড়ুন: সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে সাতসকালে আগুন, সপ্তম তলে দেখা গেল লেলিহান শিখা

এরমধ্যে অবশ্য আশার খবর দেশে সুস্থতার হার। ভারতে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছে ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪২ জন। ফলে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৭৬ হাজার ৯০০ জন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সুস্থতার হার বেড়ে হয়েছে ৭২.৫ শতাংশ। মৃত্যু হার ২ শতাংশের নিচে।

আরও পড়ুন: করোনা ভ্যাকসিন আসতে এখনও একবছর, বলছেন 'হু'র গবেষক, সেপ্টেম্বরেই বাজারে আসছে পাল্টা ঘোষণা রাশিয়ার

এদিকে ভারতে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা এবার ৩কোটি ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, রবিবার গোটা দেশে সাত লক্ষের উপর কোভিড টেস্ট হয়েছে। দিন কয়েক আগেও যা ভাবা সম্ভব ছিল না। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৪১ হাজার ৪০০টি নমুনার কোভিড পরীক্ষা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় সব রাজ্য মিলিয়ে ৭ লক্ষ ৩১ হাজার ৬৯৭ নমুনার কোভিড টেস্ট হয়েছে। 

Scroll to load tweet…