Tamilnadu News: দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক জনসভায় মর্মান্তিক ঘটনা। হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Tamilnadu News: তামিলনাড়ুর কারুরে প্রিয় অভিনেতা তথা রাজনৈতিক নেতা থালাপতি বিজয়কে একটিবার চোখের দেখা দেখতে শনিবার কারুরের রাজপথে জনসমুদ্র। জনতার এই উল্লাস যে কিছুক্ষণের মধ্যে শোকে পরিণত হবে তা হয়ত স্বপ্নেও কল্পনা করতে পারেননি থালাপতি বিজয় নিজেও। থালাপতি বিজয়ের রাজনৈতিক জনসভায় প্রচণ্ড ভিড়ে পদপৃষ্ট হয়ে এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর মিলেছে।

নিহতদের মধ্যে ১৭ জনই মহিলা। ১৩ জন পুরুষ। এবং ৫ জন নাবালিকা বাচ্চা ও ৪ জন নাবালক শিশু প্রাণ হারিয়েছে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৬৭ জন। ৩৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব পি সেনটিল কুমার জানিয়েছেন যে, নিহত ৩৯ জনের মধ্যে এখনও পর্যন্ত ৩০ জনের দেহ ময়নাতদন্ত করা হয়ে গিয়েছে। এবং তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ৬৭ জন। এছাড়াও ২৬ জনকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পদপৃষ্ঠের ঘটনায় আহত ৬৭ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাদুরাইয়ের অন্য একটি হাসপাতালে চিকিৎসা করার জন্য স্থানান্তরিত করা হয়েছে।

অন্যদিকে, তামিলনাড়ুর কারুরের এই মর্মান্তিক ঘটনায় শনিবার রাতেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকস্মিক এই ঘটনায় বাকরুদ্ধ নমো। এদিন এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। এছাড়াও রবিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়। এদিন প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক্স হ্যান্ডেলে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।

Scroll to load tweet…

প্রসঙ্গত, তামিঝাগা ভেট্রি কাজাগাম পার্টির সভাপতি বিজয়ের র‍্যালিতে দুর্ঘটনার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে এমকে স্ট্যালিনের সরকার। আপাতত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কারুর মেডিকেল কলেজের সুপার জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।