Bhangar Crime News: তৃণমূলের বহিস্কৃত নেতা আরাবিল ইসলামকে খুনের চেষ্টা। অভিযোগে সরগরম ভাঙড় এলাকা। তারপর কী হল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Bhangar Crime News: অল্পের জন্য খুনের হাত থেকে রক্ষা পেলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। জানা গিয়েছে, শনিবার বড় বিপদের হাত থেকে রক্ষা বরাতজোরে রক্ষা পান ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। 

ঘটনায় কী বললেন আরাবুল ইসলাম?

অভিযোগ, আরাবুলকে 'খুন' করতে শাপুর্জি মার্কেটে কালো স্করপিও গাড়ি চেপে দুষ্কৃতীদের ধাওয়া করে। ঘটনায় রীতিমত আতঙ্কিত আরাবুল পুত্র হাকিমুল ইসলাম। তিনি টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে আরাবুল ইসলামের বলেন, ‘’খুন করতে বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে আসা হয়েছে। তারা এলাকায় ঘোরাঘুরি করছে। ওরা যে কোনও সময় আমার মেরে দিতে পারে। আমার কোনও নিরাপত্তা নেই। ২০০৬ সাল থেকে আমার সিকিউরিটি ছিল কিন্তু বর্তমানে নেই।'' 

বেশ কয়েক মাস আগেই ভাঙড়ে খুন হয়েছেন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। সেই খুনের রেশ কাটতে না কাটতেই আবারও ভাঙড়ের তৃণমূল নেতাকে খুনের চক্রান্তের অভিযোগ। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। 

সূত্রের খবর, প্রতিদিনের মতো শুক্রবার বিকালে সাপুরজি NKDA মার্কেটে দলীয় সহকর্মীদের সঙ্গে চা খেতে গিয়েছিলেন আরাবুল ইসলাম। আর সেখানে ঘটে বিপত্তি। তিনি চা খেয়ে গাড়িতে উঠে ২ মিনিট বেরিয়ে আসতেই একটি কালো স্করপিও চেপে কয়েকজন দুস্কৃতী এসে আরাবুলের এক সহকর্মীকে গালিগালাজ করে। তারপর জিঞ্জেস করেন আরাবুল কই? তাকে পেলে এখানেই মেরে দিতাম। এই খবর পেয়ে তড়িঘড়ি আরাবুল ইসলাম গাজীপুরে নিজের বাড়িতে ফিরে আসেন। শনিবার আরাবুল পুত্র হাকিমুল ইসলাম নিউটাউনের টেকনোসিটি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, আরাবুল ইসলামের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ এই প্রথম নয়। এর আগে আরাবুল এর উপরে একাধিক হামলা হয়েছে। তার গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। তিনি নিরাপত্তা তথা সিকিউরিটি গার্ড চেয়ে একাধিকবার দরবার করছেন। এদিন আরাবুল বিস্ফোরক দাবি করে জানান, তাকে খুন করতে পরিকল্পনা করা হয়েছে। বাইরে থেকে অপরাধীদের নিয়ে আসা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।