Rajeev Chandrasekhar: কেরলের বিজেপি সভাপতি (Kerala BJP President) রাজীব চন্দ্রশেখর ট্রেডমিল থেকে পড়ে গিয়ে চোট পেয়েছেন। নিজে আঘাত পাওয়ার পর ট্রেডমিলের বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়েছেন তিনি।

DID YOU
KNOW
?
রাজীব চন্দ্রশেখরের চোট
ট্রেডমিলে শরীরচর্চা করার সময় ফোন ধরতে গিয়ে চোট পেলেন কেরলের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর।

Rajeev Chandrasekhar Injured: ট্রেডমিল (Treadmill) থেকে পড়ে গিয়ে চোট পেলেন কেরলের বিজেপি সভাপতি (Kerala BJP President) রাজীব চন্দ্রশেখর। তাঁর কপালের ডান দিকে এবং ডান চোখের নীচে আঘাত লেগেছে। তবে চোট পেলেও, রসিকতা করছেন তিনি। 'এক্স' হ্যান্ডলে চোট পাওয়া মুখের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আজ আমার নতুন শিক্ষা হল। যন্ত্রণা পেয়ে আমি শিখলাম। আপনি যদি ট্রেডমিলে থাকেন এবং ফোন বাজলে ধরতে যান, একইসঙ্গে যদি সতর্ক না থাকেন, তাহলে আপনার পা হড়কে পড়ে যাওয়ার আশঙ্কা থাকছে। আপনার মুখে আঁচড় লাগতে পারে, চোট লাগতে পারে। আমি এত আত্মবিশ্বাসের সঙ্গে এ কথা কীভাবে বলছি? কারণ, আমার সঙ্গে এরকম হয়েছে। তার জন্য আমার বিড়ম্বনার যন্ত্রণা ও ক্ষত হয়েছে। গল্পের নীতি হল, ট্রেডমিলে থাকার সময় ফোন ধরতে হলে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করুন।’

শবরীমালার সোনা চুরির অভিযোগ

কেরলের শাসক দল সিপিআইএম-এর (CPIM) বিরুদ্ধে শবরীমালা মন্দিরের (Sabarimala Sree Dharma Sastha Temple) সোনা চুরির অভিযোগ করেছেন চন্দ্রশেখর। তাঁর দাবি, '২০১৮ সালে ওরা শবরীমালার সংস্কৃতি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল। তারপর আমরা দেখেছি, ওদের বিরুদ্ধে প্রতিবাদী আয়াপ্পা ভক্তদের (Ayyappa devotees) গ্রেফতার করা হয়েছে। এখন ওরা মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য আয়াপ্পা সঙ্গম (Ayyappa Sangam) আয়োজন করেছে। এসবের মধ্যেই শবরীমালা মন্দির থেকে সোনা চুরি করা হয়েছে।' সিপিআইএম-এর বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অভিযোগও এনেছেন চন্দ্রশেখর। তাঁর ব্যঙ্গ, কারা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল হবে, সে বিষয়ে কংগ্রেসের (Congress) সঙ্গে সিপিআইএম-এর প্রতিযোগিতা চলছে।

Scroll to load tweet…

কেরলে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি

আগামী বছর কেরলে বিধানসভা নির্বাচন হতে চলেছে। দক্ষিণ ভারতের এই রাজ্যে কখনও ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। চন্দ্রশেখর দায়িত্ব নিয়ে কেরলে দলকে শক্তিশালী করে তোলার চেষ্টা করছেন। এই রাজ্যে সিপিআইএম ও কংগ্রেসের সঙ্গে বিজেপি-র ত্রিমুখী লড়াই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।