সংক্ষিপ্ত

শ্রদ্ধা হত্যাকাণ্ডের মতই ঘটনা। সহবাসসঙ্গীকে খুন করে প্রেমিক দেহ লুকিয়ে রাখল ধাবার ফ্রিজে। পুলিশের তদন্ত রহস্য উন্মোচন।

 

দিল্লির শ্রদ্ধা ওয়াকার আর আফতাব আমিন পুনাওয়ালের কথা মনে করিয়ে দিয় নিক্কি যাদব ও সাহিল গেহলট। পুনাওয়ালার মত সাহিলও তাঁর প্রেমিকা বা সহবাস সঙ্গীকে হত্যা করে দেহ সংরক্ষণ করে রেখেছিল ফ্রিজে। তবে পুনাওয়ালার মত নিজের বাড়িতে নয়, সে প্রেমিকার নিথর দেহ রেখেছিল একটি ধাবার ফ্রিজে।

দীর্ঘ দিনের প্রেম

প্রাথমিত তদন্তে পুলিশের অনুমান ২০১৮ সাল থেকেই নিক্কি আর সাহিলের পরিচয়। সেই সময় থেকেই প্রেম। সেই সময় তারা দুজনেই চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিত নিচ্ছিল। পরে তারা দুজনেই গ্রেটার নয়ডার একই কডেলে ভর্তি হয়। শুধু তাই নয় গ্রেটার নয়ডাতে একই বাড়িতে ভাড়া থাকতেও শুরু করে। তবে কোভিড লকডাউনের সময়ে যেযার বাড়িতে ফিরে যায়। লকডাউন শেষ হওয়ার পরে নিক্কি আর সাহিল দুজনেই দ্বারকা এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে।

প্রেমে ছেদ

নিক্কি আর সাহিলের পরিবার তাদের সম্পর্কের কথা জেনে যায়। সেই সময় সাহিলের পরিবার তাঁকে অন্য মেয়ের সঙ্গে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। অবশেষে ১০ ফেব্রুয়ারি বিয়ের তারিখও চূড়ান্ত হয়ে ছিল। কিন্তু বিষয়টি জেনে যায় নিক্কি। তারপরই সাহিলের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। সেই সময়ই সাহিল নিজের মোবাইল ফোনের ডেটা কেবল গলায় জড়িয়ে নিক্কিকে শ্বাস রোধ করে হত্যা করে।

দেহ পাচার

নিক্কির নিথর দেহ নিয়ে যায় নিজের ধাবায়ে। ধাবাটি রয়েছে মিত্রান গ্রামের কাছেই। সেখানেই নিক্কির নিথর দেহ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দেয়।

নিক্কির খোঁজে পুলিশ

নিক্কির খোঁজ না পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। সেই সময়ই তারা সাহিলের সঙ্গে যোগাযোগ। তদন্তে সাহিলের ধাবায় যায় পুলিশ। তল্লাশির সময়ই ফ্রিজ থেকে উদ্ধার হয় নিক্কির নিথর দেহ। তারপরই গ্রেফতার করা হয় সাহিলকে।

শ্রদ্ধা-নিক্কি

শ্রদ্ধা হত্যার সঙ্গে নিক্কি হত্যার অনেক মিল রয়েছে। শ্রদ্ধাকেও তার লিভইন সঙ্গে হত্যা করেছিল। তারপর দেহ লুকিয়ে রেখেছিল একটি ফ্রিজে। এখানেই নিক্কিকে খুন হতে হয় তার ভালবাসার মানুষের হাতেই। সাহিলও নিক্কির দেহ ফ্রিজে লুকিয়ে রেখেছিল। তবে কোনও ক্ষেত্রেই অপরাধীরা ছাড়ায় পায়নি।

আরও পড়ুনঃ

Aero India 2023: মার্কিন যুক্তরাষ্ট্রের চমক দুটি অত্যাধুনিক B-1B বোমারু বিমান

BBCর মতই কী Mr.A-র বিরুদ্ধে ব্যবস্থা নেবে আয়কর দফতর? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন মহুয়ার

ভারত ও ফ্রান্সের সম্পর্ককে এয়ার ইন্ডিয়া-এয়ারবাস চুক্তি আরও শক্ত করবে, বললেন প্রধানমন্ত্রী মোদী