সংক্ষিপ্ত

অনেক মন্দিরে ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তামিলনাড়ুর থিরুপরুরের শ্রী কাণ্ডাস্বামী মন্দিরেও এই ব্যবস্থা থাকলে ভালো হত। এখন হয়তো তেমনই ভাবছেন দীনেশ নামে এই যুবক।

মন্দিরে পুজো দেওয়ার পর যখন প্রণামী দিতে গিয়েছিলেন, তখন দানপাত্রে পড়ে যায় আইফোন। টাকা দিতে গিয়ে ভুল করে দানপাত্রে ফোন ফেলে দেওয়ার পরেই টনক নড়ে দীনেশ নামে এই যুবকের। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তামিলনাড়ুর থিরুপরুরের শ্রী কাণ্ডাস্বামী মন্দিরে। দীনেশ নামে এই যুবক মন্দির কর্তৃপক্ষকে এই ঘটনা জানান। তিনি ভেবেছিলেন, মন্দির কর্তৃপক্ষের সাহায্যে আইফোন ফিরে পাবেন। কিন্তু মন্দির কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, 'ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, ঈশ্বরের প্রতি যা কিছু অর্পণ করা হয়, সে সবই ঈশ্বরের জিনিস হয়ে যায়। ফলে ফোন ফেরত দেওয়া যাবে না।' এই কথা শুনে দীনেশের এখন মাথায় হাত। তিনি কী করবেন বুঝতে পারছেন না। মন্দির কর্তৃপক্ষ দীনেশকে জানায় দানপাত্রে তাঁর ফোন পাওয়া গিয়েছে। তিনি চাইলে ফোন থেকে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য নিতে পারেন। পাল্টা দীনেশ বলেন, তাঁর ফোন ফেরত চাই। সেই দাবি অবশ্য মানতে নারাজ মন্দির কর্তৃপক্ষ।

তামিলনাড়ুর মন্ত্রীও নিয়ম মানতে বাধ্য

তামিলনাড়ুর হিন্দুধর্ম ও স্বেচ্ছা দান সংক্রান্ত আইন অনুসারে, মন্দিরের দানপাত্রে কিছু দিলে তা আর ফেরত পাওয়া যায় না। সে কথাই উল্লেখ করেছেন মন্ত্রী পি কে শেখর বাবু। তিনি জানিয়েছেন, ‘মন্দিরের দানপাত্রে যদি ভুল করেও কিছু দেওয়া হয়, তাহলে সেটা ঈশ্বরের সম্পত্তি হয়ে যায়। মন্দিরের ঐতিহ্য ও রীতি অনুসারে, দানপাত্রে যা কিছু ফেলা হোক না কেন, সে সবই ঈশ্বরের কাছে চলে যায়। মন্দিরের দানপাত্র থেকে কোনও জিনিস নিয়ে দাতাকে ফেরত দেওয়ার নিয়ম নেই। ফলে মন্দির কর্তৃপক্ষ বা সরকারের কিছু করার নেই।’

আইফোন খোয়ানো ব্যক্তির কী হবে?

তামিলনাড়ুর মন্ত্রী জানিয়েছেন, সরাসরি আইফোন ফেরত দেওয়া সম্ভব নয়। তবে দীনেশকে অন্যভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় কি না, সে বিষয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সম্ভল মন্দির: মুসলিমরা স্বেচ্ছায় নিজেদের জবরদখল করা জমি ছাড়ছেন! ভাঙা হচ্ছে বাড়ি

মন্দির-মসজিদে কোন সমীক্ষা নয়, ধর্মীয়স্থান সংক্রান্ত মামলায় কেন্দ্রের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

আজমীরের মঈনুদ্দিন চিশতীর দরগায় শিব মন্দির! নোটিশ জারি করল রাজস্থানের আদালত