- Home
- India News
- আগামী দুমাস মিলবে না কোনও বেতন-ডিএ? সপ্তাহের শুরুতেই বিরাট খারাপ খবর দিলেন মুখ্যমন্ত্রী!
আগামী দুমাস মিলবে না কোনও বেতন-ডিএ? সপ্তাহের শুরুতেই বিরাট খারাপ খবর দিলেন মুখ্যমন্ত্রী!
- FB
- TW
- Linkdin
বিরাট খারাপ খবর আচমকা। দুসংবাদের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর।
এহেন দুসংবাদে মাথায় হাত রাজ্য সরকারী কর্মীদের। কী করবেন তাঁরা, ভেবে পাচ্ছেন না।
মুখ্যমন্ত্রীর কথায় জানা গিয়েছে রাজ্যের আর্থিক হাল বেশ খারাপ।
ফলে আগামী দু মাস নাকি সরকারী কর্মীদের বেতন ও ডিএ দেওয়া হবে না।
মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নিজেও কোনও বেতন বা ডিএ নেবেন না।
এই খবরে বেশ ভেঙে পড়েছেন কর্মীরা। রাজ্যের আর্থিক অবস্থা খারাপের সরাসরি শিকার হতে হচ্ছে তাঁদের।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন যে রাজ্যের আর্থিক পরিস্থিতি যদি ভালো হয় তাহলে ডিএ এবং বাকি বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি যতদিন না ভালো হচ্ছে ততদিন কেউ কোনও সরকারি কর্মী ডিএ, টিএ নেবেন না।
মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে বাংলা নয়, এই ঘোষণা করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।