- Home
- India News
- Ticket Booking: চালু হচ্ছে নয়া নিয়ম, মাত্র ১৫ মিনিটের মধ্যে টিকিট বুক করতে হবে অনলাইনে
Ticket Booking: চালু হচ্ছে নয়া নিয়ম, মাত্র ১৫ মিনিটের মধ্যে টিকিট বুক করতে হবে অনলাইনে
রেলওয়ে কর্তৃপক্ষ অনলাইনে টিকিট বুকিং-এর নিয়মে পরিবর্তন এনেছে। ১ অক্টোবর থেকে, রিজার্ভেশন খোলার প্রথম ১৫ মিনিটে শুধুমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীরাই IRCTC ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।

অনলাইনে টিকিট বুকিং-র নিয়মে আসছে বিরাট বদল। টিকিট বুকিং-এ স্বচ্ছতা নিয়ে আসার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। শেষবার নয়া নিয়ম চালু করে রেল। যে কারণে আধার কার্ড ছাড়া কাটা যাবে না টিকিট। তারপরেও ট্রেনের টিকিট বুকিং-এ দুর্নীতির খবর এসেছে সামনে। এবার ফের সতর্ক হল প্রশাসন।
প্রথমে অভিযোগ উঠেছিল, সংরক্ষিত আসনের টিকিটের জন্য উইন্ডো খুলতেই মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাচ্ছে। এরপর আইআরসিটিসি-র মাধ্যমে যাঁরা টিকিট কাটেন তাঁদের আধার কার্ড নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। এবার শুরু হল আরও এক নিয়ম। এবার তেকে অনলাইনে টিকিট বুকিং করা যাবে মাত্র ১৫ মিনিট।
সোমবার এক বিবৃতিতে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, আইআরসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে অনলাইন সাধারণ রিজার্ভেশন খোলার প্রথম ১৫ মিনিটের মধ্যে অনলাইনে সংরক্ষিত সাধারণ মানুষ টিকিট বুক করতে পারবেন। এই নিয়ম চালু হবে ১ অক্টোবর থেকে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ রিজার্ভেশন খোলার প্রথম ১৫ মিনিটের মধ্যে কেবলমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীরই আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে সংরক্ষিত সাধারণ টিকিট বুক করতে পারবেন। ১৫ মিনিট পরে অনুমোদিত টিকিট এজেন্টদের অনলাইনে রিজার্ভেশন বুক করার অনুমতি দেওয়া হবে।
রিজার্ভেশন ব্যবস্থার সুবিধাগুলো যাতে প্রকৃত ব্যক্তির কাছে পৌঁছায় এবং অসাধু ব্যক্তিরা যাতে এর অপব্যবহার না করে তা নিশ্চিত করার জন্য এই পরিবর্তন করা হচ্ছে। এরই সঙ্গে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলের কাউন্টারে গিয়ে আসন সংরক্ষণ করার যে নিয়ম এবং সম আছে তাতে কোনও বদল হচ্ছে না।

