সংক্ষিপ্ত
ফিরোজপুরের ডেপুটি সিপারিনটেনডেন্ট অব পুলিশ সুখদেব সিং-এর সঙ্গে দেখা করেছিল ইন্ডিয়া টুডের তদন্তকারী দল। সেখানেই কথাবার্তা স্পষ্ট রাজ্যের গোয়েন্দা ইউনিটগুলি প্রধানমন্ত্রীর সমাবেশের আগে রাজ্যে কী কী ঘটনা ঘটেছিল তার পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছিল। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ করার ও বিজেপি কর্মীদের বাধা দেওয়ার পরিকল্পনার বিষয়ে ২ জানুয়ারি অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে একটি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছিল।
পঞ্জাবে (Punjab) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার ঘাটতি (PM Modi's security breach)- এখনও যা নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে তরজা অব্যহত রেখেছে। ভোটমুখী পঞ্জাবে প্রধানমন্ত্রী নিরাপত্তার যে ছবি ধরা পড়েছে তা নিয়ে সরব হয়েছে দেশের প্রথম সারির বুদ্ধিজীবিরা। এই অবস্থায় সামনে এসেছে ইন্ডিয়া টুডের -এর স্টিং অপারেশন। তাতে ধরা পড়েছে পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার ঘাটতির জন্য দায়ি ছিল স্থানীয় প্রশাসন। স্টিং অপারেশনে এক পুলিশ কর্তাকে বলতে শোনা গেছে যে তাঁরা কৃষকদের আন্দোলন সম্পর্কে অবগত ছিলেন। কিন্তু কৃষকদের অবস্থান বিক্ষোভ থেকে সরিয়ে দেওয়ার কোনও নির্দেশ ওপর মহল থেকে ছিল না।
ফিরোজপুরের ডেপুটি সিপারিনটেনডেন্ট অব পুলিশ সুখদেব সিং-এর সঙ্গে দেখা করেছিল ইন্ডিয়া টুডের তদন্তকারী দল। সেখানেই কথাবার্তা স্পষ্ট রাজ্যের গোয়েন্দা ইউনিটগুলি প্রধানমন্ত্রীর সমাবেশের আগে রাজ্যে কী কী ঘটনা ঘটেছিল তার পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছিল। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ করার ও বিজেপি কর্মীদের বাধা দেওয়ার পরিকল্পনার বিষয়ে ২ জানুয়ারি অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে একটি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছিল। সেই রিপোর্টের পরেও স্থানীয় পুলিশ সিনিয়র পুলিশ কর্তা ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিক আপডেট দিয়েছিল। সেখানে রাস্থায় অবস্থান বিক্ষোভের কথাও জানান হয়েছিল।
তিনি আরও বলেছেন ভারতীয় কিষাণ ইউনিয়ন ক্রান্তিকারির যে বিক্ষোভে প্রধানমন্ত্রীর কনভয় আটকে গিয়েছিল তার কথাও আগে থেকেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছিল। একাধিক আপডেট দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও মিছিল ছত্রভঙ্গ করার বিষয়ে কোনও নির্দেশ দেয়নি উর্ধ্বতন কর্তৃপক্ষ।
অন্য এক পুলিশ কর্মী বীরবল সিং বলেন, তাঁদের কাছে যদি নির্দেশ থাকত তাহলে তারা লাঠি, কাঁদানে গ্যাসের সেল দিয়ে কৃষকদের মিছিল ছত্রভঙ্গ করত। কিন্তু ভোটের মুখে পঞ্জাব সরকার হয়ত কৃষকদের বিরুদ্ধে বলপ্রয়োগ করতে চায়নি। তাই ওপর থেকে মিছিল সরানোর কোনও নির্দেশ দেওয়া হয়নি।
মোদীর সফরে প্রটোকল লঙ্ঘন করা হয়েছিল। স্পেশাল প্রোটেকশন গ্রুপের প্রটোকল লঙ্ঘনের স্পষ্ট ইঙ্গিত রয়েছে মোদীর সফরে। যে ফ্লাইওভারে মোদীর কনভয় আটকে গিয়েছিল তার কাছা কাছি এলাকায় খোলা ছিল বাজার। খোলা ছিল একটি মদের দোকান। দোকানদার নিজেও সেই কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও বলেছিলেন বিক্ষোভকারীরা সকলেই বহিরাগত। তাঁরা কেউই এলাকার লোক ছিলেন না।
অনেকটা একই সুরে কথা বলেছেন গ্রামের বাসিন্দারাও। তাঁরা জানিয়েছেন অবরোধকারীরা তাঁদের বিক্ষোভে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সরপঞ্চ নিছাত্তার সিং বলেছেন বিক্ষোভকারীরা মোদীর সফরের মাত্র ১০ মিনিট আগে একটি গুরুদ্বারে বার্তা পাঠিয়েছিল একত্রিত হওয়ার জন্য।
দেশলাই বাক্সে ধরে যাবে এমন শাড়ি বুনে তাক লাগালেন শিল্পি, জেনে নিন শাড়ির দাম
Goa Election 2022: গোয়া নিয়ে শরদ পাওয়ারের মন্তব্য, কংগ্রেস-তৃণমূল জোট নিয়ে জল্পনা