সংক্ষিপ্ত
শনিবার লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই প্রকাশিত হওয়া বুথ ফেরত সমীক্ষায় এনডিএ সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সমীক্ষার ফল মিলে গেলে তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী।
শনিবার লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। এরপর রবিবারই ফের সরকারি কাজে সক্রিয় হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি ৭টি বৈঠক করবেন বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রথম বৈঠকে উত্তর-পূর্ব ভারতে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা হবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচণ্ড বৃষ্টির ফলে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বহু মানুষ সমস্যায় পড়েছেন। অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এদিনের বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহ মারাত্মক আকার নিয়েছে। অনেকেই তাপপ্রবাহের ফলে প্রাণ হারিয়েছেন। এদিনের দ্বিতীয় বৈঠকে তাপপ্রবাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এবার বড় করে পালন করা হবে বিশ্ব পরিবেশ দিবস। এদিনের তৃতীয় বৈঠকে সে বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, নতুন সরকার গঠিত হওয়ার পর প্রথম ১০০ দিনে কী কাজ করবে সেই পরিকল্পনা তৈরি। এদিন সে বিষয়েও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে চলেছে। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মোদী। তিনি এবারের লোকসভা নির্বাচনে শেষ দফার প্রচারে গিয়ে বলেন, 'আমি ফিরছি। নতুন সরকার গঠন হওয়ার পর প্রথম ১২৫ দিনে কী কাজ করবে সেই পরিকল্পনা তৈরি।' এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠন হওয়ার জন্য কাজ শুরু করে দিলেন প্রধানমন্ত্রী।
ইস্তেহারের প্রতিশ্রুতি পূরণের আশ্বাস
এবারের লোকসভা নির্বাচনে ইস্তেহারে বিজেপি-র পক্ষ থেকে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নতুন সরকার গঠিত হওয়ার পর সেগুলি পূরণ করার জন্য কাজ শুরু করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
২৪-এ ফের প্রধানমন্ত্রী হবেন মোদী! দাপটের সঙ্গে দাবি রাহুলের, কংগ্রেস নেতার ভাষণে তাজ্জব দেশ