Rajasthan Crime: রাজস্থানের গঙ্গাপুুর শহরে (Gangapur City) এক অসহায় বৃদ্ধার সঙ্গে যে মারাত্মক অপরাধমূলক ঘটনা ঘটল, তাতে সারা দেশ শিউরে উঠছে। এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের কঠোর সাজা দেওয়ার দাবি উঠছে।

DID YOU
KNOW
?
রুপোর জন্য পা কাটল!
এক বৃদ্ধার পায়ে থাকা রুপোর গয়না চুরি করে নেওয়ার জন্য তাঁর দুই পা কেটে দিল দুষ্কৃতীরা।

Rajasthan Shocker: এক অসহায়, বয়স্ক বৃদ্ধার কাছ থেকে রুপোর গয়না ছিনিয়ে নেওয়ার জন্য পা কেটে দিল দুষ্কৃতীরা! এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রাজস্থানের (Rajasthan) গঙ্গাপুর শহরে (Gangapur)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক বয়স্ক মহিলা মজুরের কাজ করবেন বলে রাজস্থানের এই শহরে এসেছিলেন। তাঁর দুই পায়ে ছিল প্রায় দেড় কিলোগ্রাম ওজনের রুপোর নূপুর। সেই গয়না লুট করার জন্যই নৃশংস পন্থা নিল দুষ্কৃতীরা। এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ এই ঘটনায় আতঙ্কিত। দুষ্কৃতীদের বেপরোয়া মনোভাব নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

ঠিক কী হয়েছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম কমলা দেবী। তিনি রাজস্থানের বামনবাস (Bamanwas) শহরের সিতোরে গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুরের কাজ করে দিন গুজরান করেন। ৫ অক্টোবর তাঁর সঙ্গে এক ব্যক্তির আলাপ হয়। সে বলে, এক নির্মাণকার্য চলছে। সেখানে শ্রমিক প্রয়োজন। সেই ব্যক্তি কমলা দেবীর ফোন নাম্বার নেয়। সে ফোন করে ৮ অক্টোবর গঙ্গাপুরে যেতে বলে। সেখানেই আক্রান্ত হন কমলা দেবী। তাঁর বয়ান অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির নাম রামোতর। সে কমলা দেবীকে তার ঘরে নিয়ে যায়। সেখানে এক মহিলাও ছিল। তারা কমলা দেবীকে খাবার দেয় এবং রাতে সেখানেই থেকে যেতে বলে। রাতে তারা কমলা দেবীকে এক নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাঁর শ্বাসরোধ করে রামোতর। তার সঙ্গিনী বৃদ্ধার মুখ চেপে ধরে। সংজ্ঞাহীন হয়ে পড়েন কমলা দেবী। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘাসের উপর শুয়ে আছেন। তাঁর দুই পা কেটে ফেলা হয়েছে। কোনওমতে হামাগুড়ি দিয়ে রাস্তায় পৌঁছন কমলা দেবী। সেখানে এক ট্রাকচালক তাঁর সাহায্যে এগিয়ে আসেন। পুলিশে খবর দেওয়া হয়। এরপর বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

View post on Instagram

জেল থেকে ছাড়া পেয়ে ফের অপরাধ!

রামোতর ও তার সঙ্গিনী তনুকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এক মাস আগেই ভরতপুরের (Bharatpur) সেবার জেল (Sevar Jail) থেকে ছাড়া পায় রামোতর। তারপর সে ফের নৃশংস অপরাধ করল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।