Papua New Guinea: এখনও আইসিসি-র (ICC) পূর্ণাঙ্গ সদস্য দেশ হয়ে উঠতে পারেনি পাপুয়া নিউ গিনি। তবে এই দেশ একাধিকবার বিশ্বকাপ খেলেছে। সেই দেশেরই এক ক্রিকেটার ডাকাতির অভিযোগে গ্রেফতার হলেন। এই ঘটনায় ক্রিকেট দুনিয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
ক্রিকেটার গ্রেফতার
অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার দায়ে একাধিক ক্রিকেটার গ্রেফতার হয়েছেন। এবার আরও এক ক্রিকেটার গ্রেফতার হলেন।

Kiplin Doriga Arrested: ডাকাতির অভিযোগে গ্রেফতার ক্রিকেটার! তাও এমন এক ক্রিকেটার, যিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন। একাধিকবার টি-২০ বিশ্বকাপেও (ICC Men's T20 World Cup) খেলেছেন। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাপুয়া নিউ গিনিতে (Papua New Guinea)। ধৃত ক্রিকেটারের নাম কিপলিন ডোরিগা (Kiplin Doriga)। ২৯ বছর বয়সি এই উইকেটকিপার-ব্যাটার জাতীয় দলের হয়ে বেশ কিছুদিন ধরে খেলছেন। তিনি ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। এখনও পর্যন্ত পাপুয়া নিউ গিনির হয়ে ৩৯টি ওডিআই এবং ৪৩টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে খেলছিলেন ডোরিগা। তিনি এই টুর্নামেন্টে ডেনমার্কের বিরুদ্ধে ৮৪ বলে ৬৮ এবং কুয়েতের বিপক্ষে ২৯ বলে ১২ রান করেন। তবে তাঁর দল দুই ম্যাচেই হেরে যায়। এরপর জার্সির বিরুদ্ধে পাপুয়া নিউ গিনির ম্যাচ ছিল। সেই ম্যাচের আগেই ডোরিগার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ ওঠে। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। 

অপরাধ স্বীকার ধৃত ক্রিকেটারের

পাপুয়া নিউ গিনির সংবাদমাধ্যম ইএমটিভি জানিয়েছে, সোমবার জার্সির সেন্ট হেলিয়ারে গ্রেফতার হন ডোরিগা। এই ক্রিকেটারকে বুধবার জার্সির ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়। আদালতে জেরার মুখে অপরাধের কথা স্বীকার করেছেন ডোরিগা। এই মামলা গুরুতর হওয়ায় জার্সির ম্যাজিস্ট্রেট কোর্ট ডোরিগাকে রয়্যাল কোর্টে পাঠিয়েছে। ডোরিগা আপাতত জামিনে মুক্তি পাচ্ছেন না। তাঁকে ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশের হেফাজতে থাকতে হচ্ছে। আদালতে স্বীকারোক্তির পর বিপাকে পড়ে গিয়েছেন এই ক্রিকেটার। তিনি কঠোর সাজা পেতে পারেন।

ডোরিগার পাশে নেই ক্রিকেট বোর্ড

ডোরিগা গ্রেফতার হওয়ার পর পাপুয়া নিউ গিনি ক্রিকেট বোর্ড বলেছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এই ঘটনার জন্য ডোরিগা নিজেই দায়ী। জাতীয় দলের খেলার উপর এই ঘটনার প্রভাব পড়বে না। মাঠের বাইরের কোনও ঘটনা নিয়ে দলের ক্রিকেটারেরা ভাবছেন না বলেও দাবি করেছে পাপুয়া নিউ গিনি ক্রিকেট বোর্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।