সংক্ষিপ্ত

Amit Shah News: আগামী বছর তামিলনাড়ুতে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদেরকে প্রস্তুত করছে। ঠিক এই আবহেই তামিলনাড়ুতে বিজেপি এবং AIADMK-র মধ্যে একটি জোট সম্পন্ন হল। বিশদে জানতে পড়ুন…                              

Amit Shah News: আগামী বছর তামিলনাড়ুতে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদেরকে প্রস্তুত করছে। ঠিক এই আবহেই তামিলনাড়ুতে বিজেপি এবং AIADMK-র মধ্যে একটি জোট সম্পন্ন হল। এই প্রসঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চেন্নাইতে জোটের কথা ঘোষণা করেন।

জানা গিয়েছে, অমিত শাহ এবং এডাপ্পাদি কে. পালানিস্বামীর বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বলেন, ''AIADMK এবং বিজেপি নেতারা সিদ্ধান্ত নিয়েছেন যে, AIADMK, বিজেপি এবং সমস্ত জোট দল NDA-র অধীনে তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়বে।'' এদিকে, NDA জোট সম্পর্কে তিনি আরও বলেন, ''তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং রাজ্য পর্যায়ে AIADMK নেতা এডাপ্পাদি কে. পালানিস্বামীর নেতৃত্বে লড়াই করা হবে।''

জানা গিয়েছে, বিজেপি-AIADMK জোট সম্পর্কে অমিত শাহ (Amit Shah) বলেন, ''সরকার গঠনের পর আসন ভাগাভাগি এবং মন্ত্রিত্ব বণ্টনের বিষয়ে উভয় দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বলা বাহুল্য তামিলনাড়ুতে, ডিএমকে আসল বিষয়গুলি থেকে মনোযোগ সরাতে সনাতন ধর্ম এবং তিন ভাষা নীতির মতো বিষয়গুলি উত্থাপন করছে এখন থেকেই।

 

 

এই পরিস্থিতিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah News) ডি এম সরকারকে নিশানা করে আরও বলেন, ''আসন্ন তামিলনাড়ু নির্বাচনে মানুষ ডিএমকে-র দুর্নীতি, আইনশৃঙ্খলা সমস্যা, দলিত ও মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ভোট দেবেন।''

প্রসঙ্গত, তামিলনাড়ুর ডিএমকে সরকার প্রায় ৩৯ হাজার কোটি টাকার মদ কেলেঙ্কারি, ELCOT কেলেঙ্কারি, পরিবহন কেলেঙ্কারি, অর্থ পাচারের কেলেঙ্কারির সঙ্গে জড়িত। যার জন্য ডিএমকে-কে তামিলনাড়ুর জনগণের কাছে জবাব দিতে হবে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি আরও জানান, দক্ষিণের এই রাজ্যের মানুষ স্ট্যালিন এবং উদয়নিধির কাছ থেকে এসবের জবাব চাইছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।