সংক্ষিপ্ত

  • একুশের বিধানসভা ভোটের আগে অস্বস্তিতে কংগ্রেস
  • অস্বস্তিতে ফেলল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের লেখা
  • তাঁর স্মৃতি চারনায় কী লিখেছিলেন প্রণব মুখোপাধ্যায়?
  • একুশের ভোটের আগে আবারও বিড়ম্বনায় কংগ্রেস 

একুশের বিধানসভা নির্বাচনের আগে তীব্র বিড়ম্বনায় পড়ল কংগ্রেস। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁর স্মৃতি চারনায় কংগ্রেস সম্পর্কে বিস্ফোরক কথা লিখে গিয়েছিলেন। এখন সেই বিষয়টি প্রকাশ্যে আসার পরই তীব্র অস্বস্তিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তাঁর স্মৃতি চারনায় কী লিখেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়?

আরও পড়ুন-মমতাকে উৎখাত করতে নরোত্তমের বিশেষ পদক্ষেপ, বাঙালিকে আহ্বান, সাক্ষাত জয়ার মায়ের সঙ্গে

''আমি রাষ্ট্রপতি হওয়ার পর, কংগ্রেস তার রাজনৈতিক মনযোগ হারিয়ে ফেলেছিল''। তাঁর লেখা স্মৃতি চারনায় এমনটাই জানিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন, ''ইউপিএ সরকারকে বাঁচাতে মনমোহন সিংয়ের প্রচণ্ডভাবে প্রভাব ফেলেছিল প্রশাসনের কাজে''। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি চারনায় লেখা প্রকাশ হওয়ার আগে তাঁর সংক্ষিপ্তসার শুক্রবার প্রকাশ করেছিলেন প্রকাশক রুপা। সেখানে আরও লেখা হয়েছে, ২০০৪ সালে ইউপিএ জমানায় প্রধানমন্ত্রী হতে পারতেন প্রণব মুখোপাধ্যায়। 

আরও পড়ুন-বুদ্ধদেব ভট্টাচার্যকে রাখা হয়েছে বাইপ্যাপ সাপোর্টে, কথা বলেছেন স্ত্রী ও মেয়ের সঙ্গে

গত ৩১ অগাস্ট প্রয়াত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণের ৬ মাসের মধ্যে তাঁর স্মৃতি চারনায় লেখা বই আগামী কয়েক মাসের মধ্যেই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তার আগেই প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতি চারনায় লেখা বইয়ের সংক্ষিপ্তসার প্রকাশ করেন বই প্রকাশক রুপা। আগামী বছর একুশের বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবঙ্গ, অসম সহ বেশ কয়েকটি রাজ্যে। এই ভোটের আবহে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি চারনায় লেখা বই অস্বস্তিতে ফেলেছে কংগ্রেকে।